ন্যায্যের নিয়তি

প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ১০:৫৮ , অনলাইন ভার্সন
শুধু কি ছাত্ররাই চেয়েছিল?
না, চেয়েছিল পুরো দেশের মানুষ
ছোট্ট একটা সংলাপ,
জটিল ছিল না সমাধানের পথ
গুরুত্ব দেয়নি ‘ক্ষমতা’-দম্ভে,
বদলালো অবজ্ঞার প্রেক্ষাপট;
ক্ষমা করেনি শিক্ষা দিতেÑনিয়তি।

নিয়তির সব পথে থাকে অভিন্ন নিয়ম!
কিছু এসে যায় না মানুষের চাওয়ায়
দিন শেষে যতটুকুই করেছে,
সবটুকুই মানুষের মঙ্গলে ন্যায়সংগত।
 
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078