
শুধু কি ছাত্ররাই চেয়েছিল?
না, চেয়েছিল পুরো দেশের মানুষ
ছোট্ট একটা সংলাপ,
জটিল ছিল না সমাধানের পথ
গুরুত্ব দেয়নি ‘ক্ষমতা’-দম্ভে,
বদলালো অবজ্ঞার প্রেক্ষাপট;
ক্ষমা করেনি শিক্ষা দিতেÑনিয়তি।
নিয়তির সব পথে থাকে অভিন্ন নিয়ম!
কিছু এসে যায় না মানুষের চাওয়ায়
দিন শেষে যতটুকুই করেছে,
সবটুকুই মানুষের মঙ্গলে ন্যায়সংগত।
না, চেয়েছিল পুরো দেশের মানুষ
ছোট্ট একটা সংলাপ,
জটিল ছিল না সমাধানের পথ
গুরুত্ব দেয়নি ‘ক্ষমতা’-দম্ভে,
বদলালো অবজ্ঞার প্রেক্ষাপট;
ক্ষমা করেনি শিক্ষা দিতেÑনিয়তি।
নিয়তির সব পথে থাকে অভিন্ন নিয়ম!
কিছু এসে যায় না মানুষের চাওয়ায়
দিন শেষে যতটুকুই করেছে,
সবটুকুই মানুষের মঙ্গলে ন্যায়সংগত।