৬ মাসের জন্য গাড়ি চালানো থেকে নিষিদ্ধ এমা ওয়াটসন 

প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ১১:১৩ , অনলাইন ভার্সন
বিখ্যাত ‘হ্যারি পটার’ সিনেমার তারকা এমা ওয়াটসন ছয় মাসের জন্য গাড়ি চালানো থেকে নিষিদ্ধ হয়েছেন। দ্রুতগতিতে গাড়ি চালানোর কারণে এই নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। খবর সিএনএনের। 
৩৫ বছর বয়সী এই ব্রিটিশ অভিনেত্রী ও সমাজকর্মী গত বছরের ৩১ জুলাই সন্ধ্যায় ইংল্যান্ডের অক্সফোর্ডে নির্ধারিত গতির চেয়ে বেশি গতিতে গাড়ি চালানোর সময় ধরা পড়েন।
জানা গেছে, ওই এলাকায় প্রতি ঘণ্টায় ৩০ মাইল গতিতে গাড়ি চালানোর কথা ছিল। কিন্তু তিনি নিজস্ব নীল রঙের অডি গাড়িটি ৩৮ মাইল প্রতি ঘণ্টা গতিতে চালাচ্ছিলেন।

১৬ জুলাই হাই ওয়াইকম্ব ম্যাজিস্ট্রেট আদালতে এই বিষয়ে একটি সংক্ষিপ্ত শুনানি হয়। এমা ওয়াটসন সেই শুনানিতে উপস্থিত ছিলেন না। আদালত তাকে ১ হাজার ৪৪ পাউন্ড (প্রায় এক লাখ ৭২ হাজার) জরিমানা করেন। একই সঙ্গে তাকে ছয় মাসের জন্য গাড়ি চালানোর জন্য অযোগ্য ঘোষণা করেন।

মজার বিষয় হলো, ওয়াটসনের মামলার শুনানির পরপরই আদালত তার ‘হ্যারি পটার’ সিনেমার আরেক সহঅভিনেত্রী জো ওয়ানামেকারের একটি দ্রুতগতিতে গাড়ি চালানোর ঘটনায়ও রায় দেন। জো ওয়ানামেকার হ্যারি পটার সিরিজের প্রথম ছবিতে কুইডিচ রেফারি ম্যাডাম হুচ চরিত্রে অভিনয় করেছিলেন। তিনিও একই শাস্তি পেয়েছেন। গত বছরের আগস্টে দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের বার্কশায়ারে ৪০ মাইল প্রতি ঘণ্টা গতির এলাকায় ৪৬ মাইল প্রতি ঘণ্টা গতিতে গাড়ি চালানোর সময় তিনি ধরা পড়েন।

গণমাধ্যম জানিয়েছে, এই দুটি ঘটনার আগেই উভয় অভিনেত্রীর ড্রাইভিং লাইসেন্সে নয়টি করে পেনাল্টি পয়েন্ট যোগ হয়েছিল। বুধবার ডিস্ট্রিক্ট জজ অরবিন্দ শর্মা তাদের সর্বশেষ অপরাধের জন্য আরও তিনটি করে পয়েন্ট যোগ করেন। যুক্তরাজ্যের আইন অনুযায়ী, নির্দিষ্ট সংখ্যক পয়েন্ট জমা হলে স্বয়ংক্রিয়ভাবে ছয় মাসের জন্য ড্রাইভিং নিষেধাজ্ঞা চলে আসে।

হগওয়ার্টসের সেটের এই দুই অভিনেতা এখন একইসঙ্গে গাড়ি চালানোর নিষেধাজ্ঞা পাওয়ায় বিষয়টি বেশ কৌতূহল সৃষ্টি করেছে। এমা ওয়াটসন হ্যারি পটার সিরিজের আটটি ছবিতে হারমায়োনি গ্রেঞ্জার চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেন। পরবর্তীতে অ্যাকাডেমিক কাজ, চলচ্চিত্র নির্মাণ ও নারী অধিকারের পক্ষে কাজ করেছেন। হ্যারি পটারের পর তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ ও গ্রেটা গারউইগের ‘লিটল উইমেন’।

ঠিকানা/এসআর
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078