রাতেই সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা

প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ০১:৪৬ , অনলাইন ভার্সন
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১৯ জুলাই) সকাল ১০টা থেকে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হবে। ওই সমাবেশ উপলক্ষে শুক্রবার (১৮ জুলাই) রাতেই সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা।

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা, জুলাই গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কারসহ সাত দফা দাবিতে এই জাতীয় সমাবেশ করতে যাচ্ছে জামায়াতে ইসলামী।

সমাবেশ সফল করতে জামায়াত ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সমাবেশে সারা দেশ থেকে প্রায় ১০ লাখ নেতাকর্মী অংশ নেবেন বলে আশা করছেন দলটির নেতারা। নেতাকর্মীদের আনতে চার জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে দলটি।

শুক্রবার (১৮ ‍জুলাই) রাত আটটার দিকে সমাবেশস্থলে গিয়ে দেখা যায়, সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব পাশে তৈরি করা হচ্ছে মঞ্চ। সেখানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মঞ্চের সামনে জড়ো হয়েছেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা বেশ কিছু নেতাকর্মী। তাদের কারও কারও পরনে ছিল জামায়াতের লোগো সংবলিত টি-শার্ট।

কারও কারও মাথায় বাঁধা দলীয় সাদা ফিতা। আবার কেউ কেউ এনেছেন দলীয় প্রতীক দাঁড়িপাল্লা। মঞ্চের সামনে ত্রিপল বিছিয়ে দেওয়া হয়েছে। নেতাকর্মীদের অনেকেই সেখানে শুয়ে-বসে সময় কাটাচ্ছেন। কেউ কেউ দিচ্ছেন দলীয় স্লোগান। রাতে সেখানেই থাকবেন বলে জানালেন অনেকে।

এর আগে দুপুরে সমাবেশের সর্বশেষ প্রস্তুতি দেখতে সোহরাওয়ার্দী উদ্যানে আসেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, শনিবার (১৯ জুলাই) সকাল ১০টায় কোরআন তিলাওয়াত দিয়ে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর হামদ ও নাত পরিবেশন করা হবে। আর মূল অনুষ্ঠান শুরু হবে বেলা ২টায়।

জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, সমাবেশস্থলে ২০টি পয়েন্টে প্রায় ৬ হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। ঢাকা শহরের বাইরে থেকে যারা আসবেন, তাদের জন্য কমপক্ষে ১৫টি পার্কিং পয়েন্ট রাখা হয়েছে। সারা দেশ থেকে কাল রাজধানীতে মানুষের ঢল নামবে।

ঠিকানা/এনআই
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078