
খুলনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দীপা রায় (২৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার স্বপ্নপুরী এলাকার বাসিন্দা। এ বছর খুলনায় করোনায় এটিই প্রথম মৃত্যু।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ও ডেঙ্গু-করোনা ফোকাল পার্সন ডা. খান আহমেদ ইশতিয়াত জানান, ২০ জুলাই (রবিবার) দিনগত রাত ৩টা ২০ মিনিটে দীপা রায়ের মৃত্যু হয়।
ডা. ইশতিয়াত জানান, করোনা আক্রান্ত হয়ে দীপা রায় খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে ২০ জুলাই (রবিবার) বিকেলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের লাইফ সাপোর্ট ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঠিকানা/এএস
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ও ডেঙ্গু-করোনা ফোকাল পার্সন ডা. খান আহমেদ ইশতিয়াত জানান, ২০ জুলাই (রবিবার) দিনগত রাত ৩টা ২০ মিনিটে দীপা রায়ের মৃত্যু হয়।
ডা. ইশতিয়াত জানান, করোনা আক্রান্ত হয়ে দীপা রায় খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে ২০ জুলাই (রবিবার) বিকেলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের লাইফ সাপোর্ট ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঠিকানা/এএস