হৃদয়ের কার্নিশে আজ
অস্তপারের ভোর
ঘুমন্ত রাজা জাগ্রত আজ
খুলতে অচীন দোর।
জীর্ণশীর্ণ ভাবুক মনে
জ্বালিয়ে প্রদীপ বাতি
কার্নিশজুড়ে শীতল পাটি
আনন্দে রোজ মাতি।
অস্তপারের ভোর
ঘুমন্ত রাজা জাগ্রত আজ
খুলতে অচীন দোর।
জীর্ণশীর্ণ ভাবুক মনে
জ্বালিয়ে প্রদীপ বাতি
কার্নিশজুড়ে শীতল পাটি
আনন্দে রোজ মাতি।