উচ্চকক্ষ গঠন হবে ভোটের অনুপাতে : নাহিদ ইসলাম

প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ১৩:৪১ , অনলাইন ভার্সন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মৌলিক সংস্কারের রূপরেখা জুলাই সনদের মধ্যে থাকতে হবে। এর মধ্যে অধিকাংশ বিষয়ে ঐকমত্য হয়েছে। বিএনপিসহ বিভিন্ন দলের প্রস্তাবনায় উচ্চকক্ষ ছিল। আমরা বলেছি, উচ্চকক্ষ ভোটের অনুপাতে পিআর অনুসারে হতে হবে। এটা আসন অনুসারে হওয়া যাবে না। উচ্চকক্ষ ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ- সে বিষয়ে এখনও ঐকমত্য আসেনি। ঐকমত্য না এলে জুলাই সনদ স্বাক্ষরিত হবে কিনা, এনিয়ে আমাদের সন্দেহ আছে। আমাদের জায়গা থেকে আমরা বলেছি, এ বিষয়ে ঐকমত্য আসার পরই জুলাই সনদের বিষয়ে বিবেচনা করব। তবে আমরা চাই, ৫ই আগস্টের মধ্যে জুলাই সনদ তৈরি হয়ে যাক এবং সর্বদলীয় ঐকমত্যের মাধ্যমে তা ঘোষিত হোক।

আজ ২৮ জুলাই (সোমবার) সকালে জামালপুরে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম এসব কথা বলেন। 

নাহিদ ইসলাম বলেন, পুলিশ থেকে শুরু করে প্রশাসন বিভিন্ন জায়গায় নিরপেক্ষ আচরণ করছে না। জুলাই সনদ হয়ে যাওয়ার পরেই নির্বাচনি তোড়জোড় শুরু হবে। নির্বাচনের আগে অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। 
এর আগে, সকালে শহরের জেলা পরিষদ ডাকবাংলোতে জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া ১১ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির নেতারা। এ সময় দলের যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, সদস্য মশিউর রহমান শুভ, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান বকুলসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা শহীদ পরিবারের নানা সমস্যার কথা শোনেন ও সমাধানের আশ্বাস দেন।
 
পরে এনসিপির একটি প্রতিনিধি দল চামড়াগুদাম এলাকার আল-জামিয়াতুল হাবীবিয়াহ কওমি মাদ্রাসা ও হরিজন পল্লী পরিদর্শন করেন। এরই ধারাবাহিকতায় আজ ‘জুলাই অভ্যুত্থানের চেতনা পুনর্জাগরণ, বিচার ও সংস্কারের’ লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা ও পথসভা’ অনুষ্ঠিত হয়। শহরের তমালতলা ও বকুলতলা চত্বর হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফৌজদারি মোড়ে পদযাত্রা শেষ হয়। এরপর সেখানে আয়োজিত পথসভায় কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

ঠিকানা/এসআর
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078