চট্টগ্রামে মৃদু ভূমিকম্প অনুভূত

প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ২১:৪১ , অনলাইন ভার্সন

চট্টগ্রামে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪ দশমিক ৯। ৩১ জুলাই (বৃহস্পতিবার)  রাত সাড়ে ৮টার দিকে এ মৃদু ভূকম্পন অনুভূত হয়।

আবহাওয়া অফিসের ওয়্যারলেস সুপারভাইজার সঞ্জয় কুমার বিশ্বাস জানিয়েছেন, ভূমিকম্পের কেন্দ্রস্থল দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল সংলগ্ন সীমান্তবর্তী মিয়ানমার।

 

তবে চট্টগ্রামে মৃদু অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ৪.৯।

চট্টগ্রাম সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের  কর্মকর্তা ইসমাইল হোসেন কালের কন্ঠকে বলেন, ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে আতঙ্কে অনেকেই বাসার বাইরে ছুটে আসেন।

 

ঠিকানা/এএস

M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078