তর্জনীতে স্বাধীনতা

প্রকাশ : ১৪ অগাস্ট ২০২৫, ১৪:০৩ , অনলাইন ভার্সন
গোলামির রক্তক্ষরণে হাত, মুখ ছিল সাঁটা
সাতচল্লিশ যখন হারিয়েছিলাম স্বাধীনতা!
তর্জনী উঁচিয়ে তখন গর্জে ছিল এক বাঘ,
টুঙ্গিপাড়ার শেখ মুজিব সে-জাতির পিতা

তুলেছিল সে আওয়াজ-
‘ওরে কে কোথায় আছিস তোরা আজ?
ঝাঁপিয়ে পড়, যা কিছু আছে তোদের
তা দিয়েই কর শত্রুর মোকাবিলা।’

ডিউডেলাসের দীপ্ত প্রত্যয়ের প্রতিবাদে-
যেন সে মুক্তির সনদ হাতে জ্বলন্ত লাভা!
ভেঙেছিল সংশয়, করেছিল জয়-
পরাধীনতায় হুংকারে জাগিয়েছিল ঘুমন্ত বাংলা

সত্য সে ভোর, বিস্ফোরক সূর্যের ঝলক
সত্য সে মহিরুহের সংকল্প গাঁথা!
লাল-সবুজের অক্ষরে সে নাম,
তর্জনীর হেলানিতে বিপ্লব ঘটিয়ে
সে এনেছিল স্বাধীনতা!
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078