যাত্রীদের জন্য দ্রুত ও নিরাপদ  ভ্রমণে নতুন ই-গেটস চালু

প্রকাশ : ২১ অগাস্ট ২০২৫, ০৯:৫৯ , অনলাইন ভার্সন
ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (টিএসএ) যুক্তরাষ্ট্রের কয়েকটি বিমানবন্দরে নতুন ইলেকট্রনিক গেটস (ই-গেটস) চালু করেছে। এর মাধ্যমে যাত্রীদের পরিচয় যাচাই আরও দ্রুত ও সহজ হবে।
ই-গেটস যাত্রীদের বায়োমেট্রিক তথ্য স্বয়ংক্রিয়ভাবে তাদের পরিচয়পত্র ও বোর্ডিং পাসের সঙ্গে মিলিয়ে নিতে সক্ষম। এতে মানব অপারেটরের প্রয়োজন নেই। ফলে অপেক্ষার সময় কমবে এবং নিরাপত্তা বাড়বে।
টিএসএ’র রেজিস্টার্ড ট্রাভেলার প্রোগ্রামের আওতায় পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালু হয়েছে। টিএসএ-র অ্যাক্টিং ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর অ্যাডাম স্টাহল জানান, ই-গেটস যাত্রীদের জন্য কম ঝামেলাপূর্ণ এবং নিরাপদ অভিজ্ঞতা তৈরি করবে। শিগগিরই এটি ওয়াশিংটনের রোনাল্ড রেগান ন্যাশনাল এয়ারপোর্ট এবং সিয়াটল-টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হবে।
 
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078