 
            
                ঘুমের ভেতর লুকিয়ে থাকে একটি ছায়া সিঁড়ি
যার ধাপগুলো তৈরি অদৃশ্য কালি দিয়ে।
যখন আমি সেই সিঁড়িতে উঠতে যাই
প্রতিটি ধাপে জমে ওঠে অচেনা স্বপ্ন
যেন স্বপ্নেরও আবার অদেখা আর্কাইভ থাকে।
একটি লাল প্রজাপতি আমাকে ডেকে নিয়ে যায়
আলোর অতল গহ্বরে
কিন্তু আলোও তখন কেবল অন্ধকারের অন্য রূপ।
আমি সিঁড়ির শেষ প্রান্তে পৌঁছে দেখি
সেখানে দাঁড়িয়ে আছে আমারই অন্য রূপ
সে হাসে না, সে কাঁদে না
শুধু চোখ তুলে আকাশের দিকে তাকিয়ে থাকে।
 
            
            যার ধাপগুলো তৈরি অদৃশ্য কালি দিয়ে।
যখন আমি সেই সিঁড়িতে উঠতে যাই
প্রতিটি ধাপে জমে ওঠে অচেনা স্বপ্ন
যেন স্বপ্নেরও আবার অদেখা আর্কাইভ থাকে।
একটি লাল প্রজাপতি আমাকে ডেকে নিয়ে যায়
আলোর অতল গহ্বরে
কিন্তু আলোও তখন কেবল অন্ধকারের অন্য রূপ।
আমি সিঁড়ির শেষ প্রান্তে পৌঁছে দেখি
সেখানে দাঁড়িয়ে আছে আমারই অন্য রূপ
সে হাসে না, সে কাঁদে না
শুধু চোখ তুলে আকাশের দিকে তাকিয়ে থাকে।
