নাসরীন খান
তোমার হাওয়ায় মিলবে
আমার ফুলের রেণু
অসীম স্নেহ, আদরে
হব তোমার ধেনু।
আসর হবে সুখের
পসরা হয়ে ঘিরে
মায়া রবে চিরকাল
এই আরাধ্য নীড়ে।
অমানিশা জনমের তরে
লুকোবে ধুলোর মাঝে
আগলে রবে ভালোবাসা
আমার সকাল সাঁঝে।
            তোমার হাওয়ায় মিলবে
আমার ফুলের রেণু
অসীম স্নেহ, আদরে
হব তোমার ধেনু।
আসর হবে সুখের
পসরা হয়ে ঘিরে
মায়া রবে চিরকাল
এই আরাধ্য নীড়ে।
অমানিশা জনমের তরে
লুকোবে ধুলোর মাঝে
আগলে রবে ভালোবাসা
আমার সকাল সাঁঝে।