নতুন উগ্রবাদী সংগঠনের সন্ধান

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৪ , অনলাইন ভার্সন
নতুন একটি উগ্রবাদী সংগঠনের সন্ধান পেয়েছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। যারা পুরোনো উগ্রবাদী সংগঠনের আড়ালে থেকে নতুন নাম নিয়ে সংগঠিত হচ্ছিল।

এটিইউ দেশের দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় বিশেষ অভিযান পরিচালনা করে নতুন এই উগ্রবাদী সংগঠনের কয়েকজন শীর্ষ সদস্যকে গ্রেপ্তার করেছে।

এটিইউর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) ওয়াহিদা পারভীন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার ডিআইজি (অপারেশন্স) মোহা. আলীম মাহমুদ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন।

ঠিকানা/এনআই
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078