জালালাবাদের অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী

জালালাবাদ ভবন কেনা ঐতিহাসিক পদক্ষেপ

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ১৫:১০ , অনলাইন ভার্সন
যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপির সঙ্গে মতবিনিময় করেছেন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার ইনক। গত ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার এস্টোরিয়ার জালালাবাদ নিজস্ব ভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
জালালাবাদ অ্যাসোসিয়েশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মতবিনিময় সভার আগে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন ‘জালালাবাদ ভবন’ পরিদর্শন করেন। পরবর্তীতে তিনি ভবনটির প্রশংসা করে বলেন, ‘আমি আজ আনন্দিত জালালাবাদের একটি নিজস্ব ভবন হয়েছে এবং এটা একটি ঐতিহাসিক পদক্ষেপ।’
মতবিনিময় সভায় অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো. নাজমুল হুদা, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিধান কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজ আহমেদ ও দপ্তর সম্পাদক জগলু চৌধুরী।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শাহীন কামালীর সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন অ্যাসোসিয়েশনের সাবেক কোষাধ্যক্ষ আতাউল গণি আসাদ। পবিত্র কোরআন তেলাওতের পর স্বাগত বক্তব্য রাখেন সদস্য হেলিম উদ্দীন। সভায় আরো বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ, ইমাদ চৌধুরী, সাবেক সভাপতি সৈয়দ শওকত আলী, যুক্তরাষ্ট্র জাসদ সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী প্রমুখ। 
সভায় বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে মেম্বার অব ব্রিটিশ এম্পায়ার (এমবিই) মাহমুদ হাসান, দ্য অপটিমিস্ট-এর সভাপতি রফিক উদ্দীন চৌধুরী রানা, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শেখ আক্তারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাস, সাপ্তাহিক বাংলা পত্রিকা সম্পাদক ও টাইম টিভির সিইও আবু তাহের, সিলেট সদর সমিতি ইউএসএ’র সভাপতি আব্দুল মালেক খান লায়েক, ডা. জুন্নুন চৌধুরী, কবি ইশতিয়াক রুপু, সঙ্গীতশিল্পী সেলিম চৌধুরী, ইয়ামীন রসিদ, সভাপতি মৌলবীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন ইউএসএ’র সভাপতি ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মৌলানা সাইফুল আলম সিদ্দিকী, মৌলানা এম এ কাইয়ুম, হবিগঞ্জ সোসাইটি ইউএসএ’র সাবেক সভাপতি দেওয়ান মঞ্জু, হেলাল তরফদার, ফয়েজ উন নুর চৌধুরী, মদব্বির হোসেন, মাসুক মিয়া, অধ্যাপক আজাহার, আলম উদ্দীন, মাহমুদ চৌধুরী, বিশ্বনাথ কল্যাণ সমিতির সাবেক সভাপতি মনির আহমদ, মনির উদ্দীন, হাসান চৌধুরী মাসুম, শাহ নূর কোরেশি, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক প্রচার সম্পাদক আব্দুল করিম, আবুল খায়ের মন্জু, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব কাতার-এর সাবেক সভাপতি নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী বেলাল চৌধুরী, ফক্কু চৌধুরী, মইনুজ্জানান চৌধুরী, শাহ গোলাম রাহিম শ্যামল, মনসুর চৌধুরী, মদিনা মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি এনায়েত হোসেন জালাল, ওসমানীনগর সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, মখন মিয়া, হবিগঞ্জ সদর সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম, ফারুক আহমেদ, আব্দুস সবুর, আব্দুর রউফ তুলন, জামাল আহমদ, জয়নাল উদ্দীন লায়েক প্রমুখ।
 
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078