বিজন বেপারী
মায়ের পুজো ঢ্যাং কুড়াকুড়
মনমন্দিরে বাজে
শরতের শেষ আসেন যে মা
ব্যস্ত যে যার কাজে।
মা-বোনদের তাড়া কত
দুগ্গা পূজা নিয়ে
কোন পুজোতে পুষ্পাঞ্জলি
কোন মন্দিরে গিয়ে?
খোকার চাওয়া খুকির চাওয়া
ফর্দ অনেক বড়
অনেক খুশি বাবার বাড়ি
হলে সবাই জড়ো।
মায়ের পায়ে প্রণাম করে
মনের কথা বলো,
মায়ের দেওয়া শিক্ষাদীক্ষায়
সাজাই জীবন চলো।
মায়ের পুজো ঢ্যাং কুড়াকুড়
মনমন্দিরে বাজে
শরতের শেষ আসেন যে মা
ব্যস্ত যে যার কাজে।
মা-বোনদের তাড়া কত
দুগ্গা পূজা নিয়ে
কোন পুজোতে পুষ্পাঞ্জলি
কোন মন্দিরে গিয়ে?
খোকার চাওয়া খুকির চাওয়া
ফর্দ অনেক বড়
অনেক খুশি বাবার বাড়ি
হলে সবাই জড়ো।
মায়ের পায়ে প্রণাম করে
মনের কথা বলো,
মায়ের দেওয়া শিক্ষাদীক্ষায়
সাজাই জীবন চলো।