ডাচদের উড়িয়ে বাংলাদেশের ঝুঁকি বাড়াল ইংল্যান্ড

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩, ০১:৩২ , অনলাইন ভার্সন
বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্নভঙ্গ আগেই হয়েছে ইংল্যান্ডের। চলতি বিশ্বকাপে ৬ ম্যাচ হেরে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবে কি না, সেই শঙ্কাও ঘিরে আছে জস বাটলারদের। তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা বাঁচিয়ে রাখতে আজ নেদারল্যান্ডসের বিপক্ষে তাদের জয়টা ছিল খুবই জরুরি।

ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচ মানে বেঞ্জামিন অ্যান্ড্রু স্টোকসের দারুণ কিছু করা। এবারও তার ব্যতিক্রম হয়নি। দলের বিপর্যয়ে ঢাল হয়ে স্টোকস তুলে নিয়েছেন অসাধারণ এক সেঞ্চুরি (১০৮)। যার সৌজন্যে ইংল্যান্ড পেয়েছিল ৩৩৯ রানের বিশাল সংগ্রহ। পরে আদিল রশিদ-মইন আলীদের দুর্দান্ত বোলিংয়ে ১৭৯ রানেই গুটিয়ে যায় নেদারল্যান্ডস। ১৬০ রানের বড় জয়ে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নেওয়ার আশাও থাকল ইংল্যান্ডের।

আগামী শনিবার ইডেন গার্ডেনে পাকিস্তানের বিপক্ষে দারুণ কিছু করতে পারলে চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট কাটতে পারবে ইংলিশরা। ইংল্যান্ডের বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফির আশা অনেকটাই কমে গেছে ডাচদের। নিজেদের শেষ ম্যাচে তারা খেলবে স্বাগতিক ভারতের বিপক্ষে। ওই ম্যাচে আরেকটি অঘটন ঘটালেও কয়েকটি দলের সঙ্গে পয়েন্ট ও নেট রান রেটের হিসাব-নিকাশও আছে তাদের। তবে ইংল্যান্ডের এই জয় আবার বাংলাদেশের জন্যও ঝুঁকির। ৮ ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্টে রানরেটের ব্যবধানে বাংলাদেশকে টপকে পয়েন্ট টেবিলের সাতে চলে এসেছে জশ বাটলারের দল। আটে চলে গেছে বাংলাদেশ। সমান ৪ পয়েন্ট হলেও রানরেটের কারণে শ্রীলঙ্কা আছে টেবিলের নয়ে, নেদারল্যান্ডস চলে গেল তলানিতে।

৮ নভেম্বর বুধবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে ভুল করেননি ইংলিশ অধিনায়ক বাটলার। ডেভিড মালান ও জনি বেয়ারস্টোর ৪৮ রানের ওপেনিং জুটিতে দারুণ শুরুও পেয়েছিল ইংল্যান্ড। নিজেকে হারিয়ে খোঁজা বেয়ারস্টো এই ম্যাচেও বড় ইনিংসের দেখা পেলেন না। ৭ম ওভারের শেষ বলে আরিয়ান দত্তের শিকার হয়েছেন ১৭ বলে ১৫ রান করে।

মালান ও জো রুটের ৮০ বলে ৮৫ রানের দ্বিতীয় উইকেটজুটিতে বড় সংগ্রহের আভাস দিয়েছিল ইংল্যান্ড। ওভারপ্রতি ৬.৬০ হারে ২০ ওভারে ১৩২ রান তোলে তারা। এর পরই আগের ম্যাচগুলোর মতো খেই হারায় তাদের ব্যাটিং অর্ডার। ইংল্যান্ডের ১৩৩ রানে লোগান ফন বিকের বলে বোল্ড হন রুট (২৮)। পরে ১৯২ রান তুলতেই ৬ উইকেট হারায় ইংল্যান্ড।

হঠাৎ ধসে আবারও দলকে টেনে তুললেন ৪ নম্বরে নামা ম্যাচসেরা স্টোকস। ক্রিস ওকসকে নিয়ে ৭ম উইকেটে ৮১ বলে ১২৯ রানের অসাধারণ এক জুটি গড়েন এই বাঁহাতি ব্যাটার। ৪৫ বলে পঞ্চম ওয়ানডে ফিফটি (৫১) করে আউট হন ওকস। ৮৪ বলে ১০৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন স্টোকস। ইনিংসে ছিল ছয়টি করে চার ও ছক্কা। তাতে ইংল্যান্ড ৯ উইকেটে ৩৩৯ রানের বড় সংগ্রহ পায়। নেদারল্যান্ডসের বোলারদের মধ্যে বাস ডি লিড ৩টি উইকেট নিয়েছেন। ফন বিক ও আরিয়ান দত্ত নিয়েছেন ২টি করে উইকেট।

৩৩৯ রানের লক্ষ্য তাড়ায় নেমে ইংল্যান্ডের আঁটসাঁট বোলিং আক্রমণের সামনে সেভাবে নিজেদের মেলে ধরতে পারেননি নেদারল্যান্ডসের ব্যাটাররা। দলের হয়ে সর্বোচ্চ তেজা নিদামানুরু অপরাজিত ৪১ এবং অধিনায়ক স্কট এডওয়ার্ডসের ব্যাট থেকে আসে ৩৮ রান। এ ছাড়া ওয়েসলে বাররেসি ৩৭ ও সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট করেছেন ৩৩ রান। ইংল্যান্ডের বোলারদের মধ্যে রশিদ ও মইন ৩টি করে উইকেট নিয়েছেন।

ঠিকানা/এনআই
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078