যোজন দূরে

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩, ১৪:৪৬ , অনলাইন ভার্সন
নুশরাত রুমু

যোজন দূরে তুমি আমি
জাগে আশা সর্বনাশা
স্বপ্ন ভীষণ দামি।

অযুত দুঃখ ভুলে থাকি
তোমার কথায় গুল্মলতায়
বাঁধতে শুধু বাকি।

হৃদয় মাঝে এ কোন খেলা
ভালোবাসায় আলো আশায়
করছি অবহেলা।

ছুঁয়ে গেল অনুভবে
দীপ্ত চোখে দূর আলোকে
বুঝবে তুমি কবে?

সেই কথাটি শুনব বলে
বহুদূরে করুণ সুরে
সময় গেল চলে।
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041