তফসিল নিয়ে নির্বাচন কমিশনের বৈঠক বুধবার

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ২০:৩১ , অনলাইন ভার্সন
আগামীকাল বুধবার বিকেল ৫টায় তফসিল বিষয়ে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। এরপরেই প্রথমবারের মতো সরাসরি জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এ ভাষণেই ঘোষণা হবে দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল।গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানা গেছে। আজ বুধবার সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার চূড়ান্তভাবে ঘোষণা করা হবে তফসিল। এরপরই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন তারিখ জানা যাবে।
সংবিধান অনুযায়ী সংসদের ৫ বছর মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। বর্তমান সংসদের মেয়াদ ২০২৪ সালের ২৯ জানুয়ারি শেষ হবে। এক্ষেত্রে ৯০ দিনের গণনা শুরু হয়েছে গত ১ নভেম্বর থেকে।
দেশে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন, নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮৫২ জন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনভিত্তিক ভোটার তালিকা চূড়ান্ত করেছে ইসি। এ তালিকা অনুযায়ী সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। এ নির্বাচনে ভোট দেবেন ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন ভোটার।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোটার ছিল ১০ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৬৭৭ জন। সে হিসেবে ৫ বছরে দেশে ভোটার বেড়েছে ১ কোটি ৫৪ লাখ ৫২ হাজার ৯৫৬ জন।

মার্কিন চিঠি নিয়ে ‘মাথাব্যথা’ নেই ইসির
দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রাক্কালে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের দূতিয়ালির বিষয়ে কোনও ‘মাথা ব্যথা’ নেই নির্বাচন কমিশনের। এ ধরনের কোনও চিঠির বিষয়ে কমিশন অবহিত নয় বলেও জানিয়েছে নির্বাচন আয়োজনকারী সাংবিধানিক এই সংস্থাটি।
সংলাপের বিষয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ট লু’র লেখা  চিঠির বিষয়ে অবগত কিনা, তফসিলের ওপরে এর প্রভাব পড়বে কিনা জানতে চাইলে গতকাল মঙ্গলবার ইসি সচিব  মো. জাহাংগীর আলম বলেন, ‘অবশ্যই না। কোনও প্রভাব পড়বে না।’
নির্বাচন কমিশন সচিব বলেন, ‘প্রথমে কথা হচ্ছে,সংলাপের চিঠি কিনা এ বিষয়ে কমিশন অবহিত নয়। কমিশনের কাছে কিছুই আসেনি। কমিশন তার নিজস্ব গতিতে সাংবিধানিক দায়বদ্ধতার আলোকে যেভাবে রোডম্যাপ হয়েছিল, সেভাবে অগ্রসর হচ্ছে।’
জানা গেছে, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সঙ্গে বিনা শর্তে সংলাপ চাইছে যুক্তরাষ্ট্র। আর সে লক্ষ্য পূরণে দেশের বড় তিনটি রাজনৈতিক দলকে চিঠি লিখেছেন ডোনাল্ড লু।
সূত্র জানায়, দুই রাজনৈতিক শক্তির মধ্যে বিরোধ মীমাংসার চেষ্টায় এবার দূতিয়ালির ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।যদিও জেনেভা কনভেনশন অনুযায়ী কূটনীতিকরা কোন দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে পারেন না। তবে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যুক্তরাষ্ট্রের দূত সেই অনিয়মটিই করছেন। এ দিকে গত সোমবারজাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের দফতরে গিয়ে তার সঙ্গে কথা বলে সংলাপের চিঠি হস্তান্তর করেছেন পিটার ডি হাস।
রাজনৈতিক দলের বিরোধিতার মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি কোনও তৎপরতার বিষয়ে ইসি সচিব বলেন, ‘এ জাতীয় কোনও কিছু,এ ধরনের কোনও হুমকি নেই। যার কারণে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যে সভা করা হয়েছে, তাতে প্রয়োজনীয় নির্দেশনা রয়েছে। তারা সব কিছু দেখবে।’
তফসিল ঘোষণাকে কেন্দ্র বিশেষ কোনও নিরাপত্তা জোরদারের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সচিব জানান, আইনশৃঙ্খলা রক্ষা করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ। তারাই দেখবে। কমিশন থেকে ইতোমধ্যে সংশ্লিষ্টদের জানানো হয়েছে।

ঠিকানা/এসআর
 
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078