স্যুটকেস

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ১৫:৫১ , অনলাইন ভার্সন
আবু সেলিম রেজা

গোছানো হয়নি পুরো স্যুটকেস; দূরের যাত্রা কবে-
কোন প্রত্যুষে; দ্বিপ্রহরে-নাকি সন্ধ্যায় শুরু হবে-
সেই ভাবনায়। আমি নিজে; একা চলে যাব চুপিচুপি,
পাশে যারা ছিল; তারা জানবে না আমার জামা ও টুপি-

কখনো কাহারো দৃষ্টি কাড়েনি; আমার উপস্থিতি-
সেই মত ছিল নীরবে নীরবে-সচল ছায়ার গতি।
এইখানে ছিল ঘর বসবাস; মনে সুদূরের ডাক,
দুই চোখে ছিল অজানা পথের লুকানো হাজার বাঁক।

সে ডাক আসার ক্ষণ গুনি একা-বাক্স বগলে বসে,
জীবনের যত সোনালি সময়; সঞ্চয় হতে খসে-
টুপটাপ পড়ে; শিশিরের মতোÑযাকে বলি উপভোগ,
হারানোর নেশা; বেপরোয়া জাগেÑএ যেন সুখের রোগ!

দুঃখ আমার চিরসাথি; তাই তাহারে করি না ভয়,
তাকে সাথে নিয়ে; নিশীথে ঘুমাই, ভোরের সূর্যোদয়-
সোনালি থালায় থরে থরে আনে; উপাদেয় দুঃখ যত,
সুবেশী; শোভন, নোনা প্রলোভন-মোহ কাম উদ্গত-

হয় তার সাথে; জীবনের স্রোতেÑপ্রতি পদে প্রতি কূলে,
একা একা লড়ি; নিজ সাথে নিজে-ভুলে ভরা ফুলে ফুলে।
ভরসা এটুকু; এই বুকে আছে সাহস ও হিম্মত,
ধপাস পড়েও ঠিক খুঁজে নিই আমার চলার পথ।

আমি চলে গেলে; পুরো চলে যাই-পিছে থাকে কিছু স্মৃতি,
মহাকালে তার কতটা ব্যাপ্তি-কতটা অবস্থিতি,
অতলান্তের জল উচ্ছ্বাসে-একটি বিন্দু মতো,
সাহারা মরুর এক বালুকণা-তার বিস্তার যত

তারও চেয়ে কম; তবুও সত্য, আমি আছি-আমি থাকি,
যুগে যুগে কালে; মরণথাবাকে অবহেলে-দিয়ে ফাঁকি।
এক জীবনের; এক মরণের-মাঝামাঝি চলি বয়ে,
কিছু ফেলে পিছে; কিছু সাথে নিয়ে-বাক্সটি হাতে লয়ে।
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041