দেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ, ঢাকাতেই সাড়ে ৪ কোটি

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩, ১৫:১৫ , অনলাইন ভার্সন
জনশুমারির চূড়ান্ত হিসেব অনুযায়ী দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। মোট জনসংখ্যার মধ্যে রাজধানী ঢাকাতেই বসবাস করেন সাড়ে ৪ কোটি মানুষ।  মঙ্গলবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ের নিজস্ব কার্যালয়ে জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর 'ন্যাশনাল রিপোর্ট' প্রকাশনা বিষয়ক অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিবিএসের মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সিনিয়র সচিব) মোসাম্মৎ নাসিমা বেগম, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন ও পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. মো. কাউসার আহাম্মদ। 

মূল রিপোর্ট উপস্থাপন করেন জনশুমারি ও গৃহগণনা ২০২১ এর প্রকল্প পরিচালক মো. দিলদার হোসেন ও উন্মুক্ত আলোচনা পরিচালনা করেন বিবিএসের যুগ্মসচিব ড. দিপংকর রায়। উল্লেখ্য, দেশে প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম পরিচালনা করে।

বিবিএস জানায়, দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। এই জনসংখ্যার মধ্যে পল্লি অঞ্চলে বসবাস করেন ১১ কোটি ৬০ লাখ ৬৫ হাজার ৮০৪ জন। শহরের বাসিন্দা ৫ কোটি ৩৭ লাখ ৬৩ হাজার ১০৭ জন। মোট জনসংখ্যার মধ্যে পুরুষের সংখ্যা ৮ কোটি ৪১ লাখ ৩৪ হাজার ৩ জন ও নারীর সংখ্যা ৮ কোটি ৫৬ লাখ ৮৬ হাজার ৭৮৪ জন। শতকরা হিসেবে পুরুষ ৪৯ দশমিক ৫৪ শতাংশ ও নারী ৫০ দশমিক ৪৬ শতাংশ। অর্থাৎ পুরুষের চেয়ে নারীর সংখ্যা শূন্য দশমিক ৯২ শতাংশ বেশি।

বিবিএস জানায়, মোট জনসংখ্যার মধ্যে রাজধানী ঢাকাতে বসবাস করেন ৪ কোটি ৫৬ লাখ ৪৪ হাজার ৫৮৬ জন। এছাড়া চট্টগ্রামে বসবাস করেন ৩ কোটি ৪১ লাখ ৭৮ হাজার ৬১২ জন, রাজশাহীতে ২ কোটি ৭ লাখ ৯৪ হাজার ১৯ জন, রংপুরে ১ কোটি ৮০ লাখ ২০ হাজার ৭১ জন, খুলনায় বাস করেন ১ কোটি ৭৮ লাখ ১৩ হাজার ২১৮ জন, ময়মনসিংহে ১ কোটি ২৬ লাখ ৩৭ হাজার ৪৭২ জন, সিলেটে ১ কোটি ১৪ লাখ ১৫ হাজার ১১৩ জন এবং সবচেয়ে কম জনসংখ্যা বরিশালে বসবাস করেন ৯৩ লাখ ২৫ হাজার ৮২০ জন।

ঠিকানা/এসআর
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078