
যশোরের নওয়াপাড়ায় ভৈরব নদে ৮২০ টন কয়লা নিয়ে ডুবে গেছে একটি কার্গো জাহাজ। আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় নদীবন্দরের সরদার মিল ঘাটে দুর্ঘটনা ঘটে।
ডুবে যাওয়া কার্গোতে থাকা কয়লার আমদানিকারক নওয়াপাড়ার মেসার্স শেখ ব্রাদার্স। ধারণা করা হচ্ছে, কার্গো জাহাজটির তলা ফেটে ডুবে যায়।
নওয়াপাড়া নৌবন্দরের উপসহকারী পরিচালক মাসুদ পারভেজ জানান, গত ১১ ডিসেম্বর মোংলা বন্দর থেকে এমভিআর রাজ্জাক নামের একটি কার্গো জাহাজে করে ওই ৮২০ টন কয়লা নওয়াপাড়া নৌবন্দরে আনা হয়। এর পর থেকেই জাহাজটি সরদার মিল ঘাটে নোঙর করে ছিল।
মাসুদ পারভেজ আরও জানান, ধারণা করা হচ্ছে, শুক্রবার বিকেলের দিকে কোনো একসময় জাহাজটির তলা ফেটে যায়। ধীরে ধীরে সেটি ডুবতে থাকলে শ্রমিকেরা বিষয়টি টের পান। কিন্তু জোয়ারের টানে সেটি আর উদ্ধার করা সম্ভব হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
ঠিকানা/এনআই
ডুবে যাওয়া কার্গোতে থাকা কয়লার আমদানিকারক নওয়াপাড়ার মেসার্স শেখ ব্রাদার্স। ধারণা করা হচ্ছে, কার্গো জাহাজটির তলা ফেটে ডুবে যায়।
নওয়াপাড়া নৌবন্দরের উপসহকারী পরিচালক মাসুদ পারভেজ জানান, গত ১১ ডিসেম্বর মোংলা বন্দর থেকে এমভিআর রাজ্জাক নামের একটি কার্গো জাহাজে করে ওই ৮২০ টন কয়লা নওয়াপাড়া নৌবন্দরে আনা হয়। এর পর থেকেই জাহাজটি সরদার মিল ঘাটে নোঙর করে ছিল।
মাসুদ পারভেজ আরও জানান, ধারণা করা হচ্ছে, শুক্রবার বিকেলের দিকে কোনো একসময় জাহাজটির তলা ফেটে যায়। ধীরে ধীরে সেটি ডুবতে থাকলে শ্রমিকেরা বিষয়টি টের পান। কিন্তু জোয়ারের টানে সেটি আর উদ্ধার করা সম্ভব হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
ঠিকানা/এনআই