প্রেসিডেন্ট নির্বাচনে কি নিষিদ্ধ হবেন ট্রাম্প! 

প্রকাশ : ০৬ জানুয়ারী ২০২৪, ১৩:১৯ , অনলাইন ভার্সন
সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন করতে পারবেন কিনা সে বিষয়ে ঐতিহাসিক রায় দেবে সুপ্রিম কোর্ট। এ বিষয়ে একটি আপিলের শুনানি করবে কোর্ট। এরই মধ্যে কলোরাডো ও মেইনে রাজ্যে তার দলের প্রাইমারি নির্বাচনে অংশ নেয়া থেকে নিষেধাজ্ঞা দিয়েছে রাজ্যের সুপ্রিম কোর্ট। সেই রায়ের বিরুদ্ধে ডনাল্ড ট্রাম্প আপিল করেছেন। তবে সম্ভবত দুঃসংবাদ তার জন্য। সুপ্রিম কোর্টের বিচারকরা কলোরাডোর রায়কে বহাল রাখার বিষয়ে একমত হয়েছেন। এ মামলাটির শুনানি শুরু হবে ফেব্রুয়ারিতে। তখন সুপ্রিম কোর্ট যে রায় দেবে, তা পুরো দেশের জন্য প্রযোজ্য হবে। বিভিন্ন রাজ্যে ডনাল্ড ট্রাম্পকে তিন বছর আগে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে দাঙ্গা, বিদ্রোহের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে অযোগ্য ঘোষণার দাবিতে মামলা হয়েছে। গৃহযুদ্ধের সময়কার সংশোধিত সংবিধান ট্রাম্পকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করবে কিনা সেটাই এখন আইনি চ্যালেঞ্জ। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। 

কলোরাডো রাজ্য থেকে ট্রাম্পকে নিষিদ্ধ করে যে রায় দেয়া হয়েছে তা প্রত্যাখ্যান করার দাবিতে ২৭টি রাজ্য থেকে এটর্নি জেনারেলরা সুপ্রিম কোর্টে ট্রাম্পের পক্ষে আপিল করেছেন। এরপর সুপ্রিম কোর্ট তা শুনানির সিদ্ধান্ত নিয়েছে। এসব আপিলে এটর্নি জেনারেলরা যুক্তি দিয়েছেন- নির্বাচন থেকে ট্রাম্পকে দূরে রাখলে তাতে ব্যাপক বিশৃংখল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দলটির প্রাইমারি নির্বাচন শুরু হবে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে। এ সময়ে এমন রায় নির্বাচনে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করবে। এর বাইরে এমন রায় কংগ্রেস, রাজ্য ও আদালতকে হতাশ করেছে। 

কেন্দ্রীয় বা ফেডারেল কোনো সরকারি পদে থাকা অবস্থায় যদি কেউ বিদ্রোহে জড়িত হন তাহলে যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনীর অধীনে তিনি নির্বাচনে নিষিদ্ধ হবেন। কিন্তু সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আইনজীবিদের দাবি, এ বিধান প্রেসিডেন্টের জন্য প্রযোজ্য নয়। তার আইনজীবিরা যুক্তি দিয়েছেন, কলোরাডোর সুপ্রিম কোর্টের রায়ে রাজ্যটির এবং দেশজুড়ে লাখ লাখ ভোটারকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করবে, যা হবে অসাংবিধানিক। 

ওদিকে মেইনে রাজ্যে নির্বাচন থেকে ট্রাম্পকে নিষিদ্ধ করার কারণে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছেন ট্রাম্প। শুক্রবার সুপ্রিম কোর্টের ঘোষণার পর কলোরাডোর পররাষ্ট্রমন্ত্রী জেনা গ্রিসওল্ড বলেছেন, তিনি আসন্ন প্রেসিডেন্সিয়াল প্রাইমারি নির্বাচনের জন্য রাজ্যের ব্যালটকে সার্টিফাইড করেছেন এবং তাতে ট্রাম্পের নাম আছে। 

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রতিটি রাজ্যে প্রাইমারি নির্বাচন হয়। তাতে আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী কে হবেন তা নির্ধারিত হয়। ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলার রায় সুপ্রিম কোর্ট দেয়ার পর পরই কলোরাডোতে এই নির্বাচন শুরু হওয়ার কথা মার্চে। মিস গ্রিসওল্ড এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট মামলাটি আমলে নিয়েছে। এর ফলে ব্যালটে ডনাল্ড ট্রাম্পের নাম আছে। 

৪-৩ ব্যবধানে কলোরাডোর হাইকোর্ট গত মাসে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো বিভক্ত সিদ্ধান্ত দেয় যে, ১৪তম সংশোধনী ব্যবহার করে একজন প্রেসিডেন্ট পদের প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা হলে তার নাম ব্যালট থেকে বাদ দেয়া যায়। এই ধারাটি কিভাবে ব্যবহার করা যায় তা নিয়ে প্রথমবারের মতো বিবেচনা করছে সুপ্রিম কোর্ট। বর্তমানে রিপাবলিকান দল থেকে যেসব প্রার্থী প্রচারণায় আছেন তার মধ্যে ফ্রন্টরানার ট্রাম্প। তাকে অযোগ্য ঘোষণার আবেদন এর আগে প্রত্যাখ্যান করেছে মিনেসোটা ও মিশিগান রাজ্য। 

অন্যদিকে অরিগন রাজ্যে এমন আবেদনের রায় মুলতবি আছে। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে রক্ষণশীলদের সংখ্যাগরিষ্ঠতা আছে। এর মধ্যে তিনজন বিচারককে প্রেসিডেন্ট থাকার সময় নিয়োগ দিয়েছেন ডনাল্ড ট্রাম্প। কিন্তু ২০২০ সালের নির্বাচনে জো বাইডেনের কাছে যখন তিনি পরাজিত হন, তখন সেই ফলকে চ্যালেঞ্জ করে আবেদন করেছিলেন ট্রাম্প। তাতে আদালত তার বিরুদ্ধেই রায় দিয়েছিল। সেই আদালতই তার আপিল আবেদন শুনানির জন্য আমলে নিয়েছে। তা শুরু হবে ৮ই ফেব্রুয়ারি। 
ট্রাম্পের আইনজীবি দল তাদের যুক্তিতর্ক তুলে ধরা শুরু করবেন ১৮ই জানুয়ারি। এই দলটিকে তাদের যুক্তিতর্ক অবশ্যই ৩১শে জানুয়ারির মধ্যে তুলে ধরতে হবে।

ঠিকানা/এসআর
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041