নাগরিকত্ব আইন সহজ করল জার্মানি

প্রকাশ : ২০ জানুয়ারী ২০২৪, ১৩:০৫ , অনলাইন ভার্সন
নাগরিকত্বের আবেদনের শর্ত সহজ করে জার্মানিতে নতুন একটি আইন পাস হয়েছে। এখন থেকে কেউ দেশটিতে ৫ বছর বসবাস করলেই নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন।

আগের আইনে নাগরিকত্বের আবেদনের জন্য ৮ বছর বসবাস করতে হতো। তাছাড়া সব দেশ থেকে আগত লোকজনকে নাগরিকত্বের জন্য যোগ্য বলে বিবেচনা করা হতো না। নতুন আইনে সেই বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে।

এছাড়া জার্মানিতে কোনো শিশু গ্রহণ করলে সে অটোমেটিক নাগরিকত্ব পাবে। তবে শিশুটির মা অথবা বাবাকে কমপক্ষে বৈধভাবে কমপক্ষে ৫ বছর বসবাস করতে হবে।

শুক্রবার বুন্দেসতাগেনতুন আইনটি ভোটের জন্য উত্থাপনের পর সেটির পক্ষে ভোট দেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শুলজের নেতৃত্বাধীন বাম ও উদারপন্থী জোটের আইনপ্রণেতাসহ মোট ৩৮২ জন এমপি। আর সেটির বিপক্ষে ভোট দিয়েছেন ২৩৪ জন এমপি। বিপক্ষে ভোট দেওয়া এমপিদের সবাই দেশটির রক্ষণশীল ডানপন্থী দলগুলোর সদস্য।

স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসার নতুন আইনকে স্বাগত জানিয়ে বলেছেন, জার্মানির অভিবাসন সংক্রান্ত আইনগুলোর আধুনিকায়নের ক্ষেত্রে নতুন এই আইন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

ঠিকানা/ছালিক 
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078