চিকিৎসার ড. মোশাররফকে সিঙ্গাপুর নেয়া হচ্ছে কাল

প্রকাশ : ২০ জানুয়ারী ২০২৪, ১৮:৩৪ , অনলাইন ভার্সন
উন্নত চিকিৎসার জন্য ফের সিঙ্গাপুর নেয়া হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনকে। আগামীকাল ২১ জানুয়ারি (রোববার) রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হবেন তিনি। এরপর তাকে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হবে। এর আগেও তিনি একই হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। মানবজমিনকে এসব তথ্য জানিয়েছেন তার ছেলে ড. খন্দকার মারুফ হোসেন। তিনি বলেন, আব্বার ব্রেইনের টিউমারের সমস্যাটা পুরোপুরি নিরসন হয়নি। এছাড়া নতুন করে নিউরো সংক্রান্ত জটিলতা দেখা দিয়েছে। তাই উন্নত চিকিৎসার জন্য আগামীকাল রাতে উনাকে সিঙ্গাপুর নেব। দেশবাসীর কাছে বাবার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন তিনি। 

উল্লেখ্য, গত বছরের ১৬ই জুন রাতে অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন ড. খন্দকার মোশাররফ। চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টে দেখতে পান- তার  ব্রেইনের বাইরে ছোট্ট একটি টিউমারের অস্তিত্ব।

এরপর উন্নত চিকিৎসার জন্য ২৭শে জুন তাকে সিঙ্গাপুর নেয়া হয়। পরদিন সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দুই মাস ১০ দিন পর ৫ই সেপ্টেম্বর ঢাকায় ফেরেন। এরপর ৫ই ডিসেম্বর ফের অসুস্থ হয়ে পড়লে ৭৭ বছর বয়সী এই বিএনপির সিনিয়র নেতাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এখনো সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

ঠিকানা/ছালিক 
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041