Thikana News
২৩ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ২৩ জুলাই ২০২৫

মিস জাপান প্রতিযোগিতা জিতলেন ইউক্রেনে জন্ম নেয়া মডেল!

মিস জাপান প্রতিযোগিতা জিতলেন ইউক্রেনে জন্ম নেয়া মডেল! ছবি : সংগৃহীত
জাপানের সুন্দরি প্রতিযোগিতায় প্রথম স্থান দখলে নিলো ইউক্রেনে জন্ম নেয়া মডেল। তার এই প্রতিযোগিতায় অংশ নেয়ার বৈধতা আছে কিনা তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। ২৬ বছর বয়স্ক ক্যারোলিনা শিনো সোমবার মিস জাপান প্রতিযোগিতা জিতে নেন। কিন্তু একজন ইউক্রেনে জন্ম নেয়া এবং ইউরোপীয় সংস্কৃতিতে বিশ্বাস করা মডেলকে কেনো মিস জাপান নির্বাচিত করা হয়েছে তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। 

সিএনএন জানিয়েছে, শিনো বহু বছর ধরে জাপানে বাস করছেন এবং তিনি স্পষ্ট জাপানি বলতে পারেন। তিনি বলেন, আমি একজন জাপানি হিসেবে স্বীকৃতি পেতে চাই। কিন্তু স্থানীয়রা আমাকে তাদের একজন হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন। আমি আশা করি, আমার এই জয়ের কারণে তারা আমাকে জাপানি হিসেবে মেনে নেবে। 

তিনি আরও বলেন, আমরা এখন বৈচিত্রের যুগে বাস করছি। এখন বৈচিত্রের কোনো বিকল্প নেই। আমার মতো অনেকেই আছেন যারা এসব ইস্যু নিয়ে চিন্তিত। আমাকে বার বার বলা হয়েছে যে, আমি জাপানি নউ।

কিন্তু আমি অন্য জাপানিদের মতোই। আমি এই প্রতিযোগিতায় পা দিয়েছিলাম পুরোপুরি নিজের ওপর বিশ্বাস রেখেই। আমি এই স্বীকৃতি পেয়ে অত্যন্ত খুশি। 

জাপানে সাধারণত খুব বেশি বিদেশি মানুষ দেখা যায় না। সেখানে অভিবাসনও কঠিন। ঐতিহাসিকভাবেই জাপানিরা অন্য জাতির মানুষদের সহজে গ্রহণ করতে চান না।

ঠিকানা/ছালিক 

কমেন্ট বক্স