Thikana News
২২ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

আরব আমিরাত থেকে আফগানদের বিতাড়নের বিরুদ্ধে ট্রাম্প

আরব আমিরাত থেকে আফগানদের বিতাড়নের বিরুদ্ধে ট্রাম্প ছবি : সংগৃহীত
আফগান শরণার্থীদের আফগানিস্তানে ফেরত পাঠানোর পরিকল্পনা করছে সংযুক্ত আরব আমিরাত— এমন খবরে সরব হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, “আমি এখনই তাদের রক্ষা করার চেষ্টা শুরু করছি”। ২০ জুলাই (রবিবার) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ একটি সংবাদ প্রতিবেদনের লিংক শেয়ার করে ট্রাম্প এই মন্তব্য করেন।

‘জাস্ট দ্য নিউজ’ নামের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আবুধাবির একটি শরনার্থী শিবিরে চার বছর ধরে থাকা ৩২ জন আফগান পুরুষ, নারী ও শিশু হঠাৎ করেই জানতে পারেন, তাদের তালেবানের হাতে তুলে দেওয়া হবে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, কোনও ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই ক্যাম্পে হাজির হন আমিরাতের কর্মকর্তারা এবং তাদের জানিয়ে দেন, তাদের বিতাড়নের বা ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ওই কর্মকর্তারা নাকি তাদের পাসপোর্টও জব্দ করেছেন।

এর আগে ২০২১ সালের আগস্টে যুক্তরাষ্ট্র ও মিত্র বাহিনীর প্রত্যাহারের পর আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। ওই সময় অনেকে দেশ ছাড়েন, যাদের একটি অংশ আশ্রয় নেয় আরব আমিরাতে।

এই পরিস্থিতিতে জাতিসংঘের আফগানিস্তানে মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি রিচার্ড বেনেট বলেন, “ফেরত পাঠানোর এই উদ্যোগ গভীর উদ্বেগজনক। আমি আমিরাত সরকারকে আহ্বান জানাই এই পরিকল্পনা অবিলম্বে বন্ধ করা হোক।” তিনি আরও বলেন, “আফগানিস্তান এখনো নিরাপদ নয়। যাদের জোর করে ফেরত পাঠানো হচ্ছে, তারা চরম নির্যাতন ও সহিংস প্রতিশোধের ঝুঁকিতে রয়েছেন।”

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স