Thikana News
২৩ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ২৩ জুলাই ২০২৫

ব্রাসেলস যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

ব্রাসেলস যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ছবি : সংগৃহীত
তৃতীয় ইইউ ইন্দো-প্যাসিফিক মিনিস্টারিয়াল ফোরামে অংশ নিতে আগামীকাল ৩১ জানুয়ারি (বুধবার) ব্রাসেলস যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ২রা ফেব্রুয়ারি তিনি বহুপক্ষীয় ওই আয়োজনের উদ্বোধনী, প্লেনারি সেশন এবং একটি গোলটেবিল বৈঠকে অংশ নেবেন। তবে বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান কোন ফোরামে বক্তৃতা করবেন সেই স্লট এখানো ঠিক হয়নি।  ১১ই জানুয়ারি গঠিত নতুন মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর ড. হাছান মাহমুদের এটি দ্বিতীয় বিদেশ সফর এবং প্রথম ইউরোপ যাত্রা। যদিও বহুপক্ষীয় অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করাই তার আসন্ন সফরের উদ্দেশ্য, তথাপি তিনি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রবিষয়ক দায়িত্বশীল প্রতিনিধি এবং ব্রাসেলসে জড়ো হওয়া ইউরোপের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। মন্ত্রীর দপ্তর সূত্র জানায়, কাল রাতে রুটিন ফ্লাইটে পররাষ্ট্রমন্ত্রী ব্রাসেলসের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবেন। এরমধ্যেই মন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের বেশ কিছু অ্যাপয়েনমেন্ট চূড়ান্ত হয়েছে। ১লা ফেব্রুয়ারি ব্রাসেলসে পৌঁছানোর আগে-পরে পাইপ লাইনে থাকা বাকি অ্যাপয়েনমেন্টগুলোও ঠিক হবে। উল্লেখ্য, শপথ গ্রহণের পর ঢাকায় নিযুক্ত ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। যার মধ্যে ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন প্রধান, বৃটিশ হাইকমিশনার, জার্মানি, ফ্রান্স, সুইডেন ও ডেনমার্কের রাষ্ট্রদূত উল্লেখযোগ্য।

ঠিকানা/ছালিক 

কমেন্ট বক্স