Thikana News
০১ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ০১ নভেম্বর ২০২৫





 

পাকিস্তানে পুলিশ স্টেশনে সন্ত্রাসী হামলা, ১০ পুলিশ নিহত 

পাকিস্তানে পুলিশ স্টেশনে সন্ত্রাসী হামলা, ১০ পুলিশ নিহত 





 
পাকিস্তানের খাইবার পখতুনখাওয়ায় ডেরা ইসমাইল খান জেলায় একটি পুলিশ স্টেশনে হামলা হয়েছে। রোববার দিবাগত রাতের এ ঘটনায় কমপক্ষে ১০ পুলিশ সদস্য নিহত ও ৬ জন আহত হয়েছেন। 
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ পুলিশকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে। পুলিশ বলেছে, স্থানীয় সময় রাত ৩টার দিকে তেহসিল ডারাবানে ভারি অস্ত্র নিয়ে পুলিশ স্টেশনে হামলা চালায় সন্ত্রাসীরা। তারা গ্রেনেড ও ভারি অস্ত্রে গুলি করতে করতে পুলিশ স্টেশন চারদিক থেকে ঘিরে ফেলে। পুলিশও পাল্টা ব্যবস্থা নেয়। উভয় পক্ষের মধ্যে গুলির লড়াইয়ের পর সন্ত্রাসীরা রাতের আধারে পালিয়ে যায়। 

এ ঘটনায় আহতদের উদ্ধার করে ডিএইচকিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর ওই এলাকা ঘেরাও করে রেখেছে পুলিশ বাহিনী। পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের ধরতে বড় আকারে তল্লাশি অভিযান শুরু করেছে।   

বাড়তি শক্তি হিসেবে এতে যোগ দিয়েছে কুইক রেসপন্স বাহিনী।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স