নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার আলোচিত জমি ব্যবসায়ী সাধন মিয়া হত্যা মামলায় একজনের যাবজ্জীবন ও দু’জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত দু’জনকে ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
আজ ৩ মার্চ (রবিবার) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক মো: আক্তারুজ্জামান ভূইয়া এই রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময় আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ২০১৪ সালের ১৭ জুন নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার একটি হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ডসহ দু’জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই মামলাটি বেশ চাঞ্চল্যকর ছিল। ভিকটিমের পরিবার এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।
জানা গেছে, ২০১৪ সালের ১৬ জুন রাতে সাধনকে গলাকেটে হত্যা করা হয়। সাধন একই এলাকার ফয়জুল হকের ছেলে।
ঠিকানা/এসআর