Thikana News
২৭ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ২৭ জুলাই ২০২৫

বুরকিনা ফাসোয় ১৭০ জনের শিরশ্ছেদ

বুরকিনা ফাসোয় ১৭০ জনের শিরশ্ছেদ প্রতীকী ছবি
আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে ভয়াবহ হামলা চালিয়েছে জঙ্গিরা। এতে অন্তত ১৭০ জনের শিরশ্ছেদ করা হয়েছে। তাদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। রোববার (৩ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পাবলিক প্রসিকিউটর অ্যালি বেঞ্জামিন কুলিবালি জানিয়েছেন, বুরকিনা ফাসোর তিন গ্রামে জঙ্গিরা হামলা চালিয়েছে। এতে নারী-শিশুসহ অন্তত ১৭০ জনের শিরশ্ছেদ করা হয়েছে। ওই তিন গ্রাম হলো কোমসিলগাম, নরদিন এবং সরো।

প্রতিবেদনে বলা হয়েছে, জঙ্গি হামলায় জড়িতদের খুঁজে বের করতে প্রত্যক্ষদর্শীদের সহযোগিতা চেয়েছেন অ্যালি বেঞ্জামিন। এর আগে দেশটিতে জঙ্গিদের হামলার ঝুঁকি বেড়ে যাওয়ার ব্যাপারে সেনাপ্রধান সতর্ক করেছিলেন। তিনি শহরের প্রাণকেন্দ্রসহ বেশ কিছু জায়গায় হামলার ব্যাপারে সতর্ক করেছিলেন।

পাবলিক প্রসিকিউটর জানান, ইয়েতেঙ্গা প্রদেশে গত ২৫ ফেব্রুয়ারি এ হামলা হয়েছিল। এ ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে। এএফপি জানিয়েছে, নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে। তবে কারা এ হামলা চালিয়েছে, তা জানা যায়নি।

এর আগে গত শুক্রবার বুরকিনা ফাসোর সেনাপ্রধান সেনাদের সতর্ক করেছিলেন। তিনি জঙ্গিদের আত্মঘাতী হামলার ব্যাপারে সেনাদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছিলেন। সেনাপ্রধান বলেছিলেন, শহরগুলোতে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে বড় আকারের সিরিজ হামলার আশঙ্কা রয়েছে।

মানবিক কর্মীরা দাবি, বুরকিনা ফাসো বিশ্বের অন্যতম অবহেলিত সংকটপন্ন দেশগুলোর একটি।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স