Thikana News
২৭ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ২৭ জুলাই ২০২৫

তুরস্কে আবাসিক ভবনে আগুন, ১৫ জনের মৃত্যু

তুরস্কে আবাসিক ভবনে আগুন, ১৫ জনের মৃত্যু ছবি : সংগৃহীত
তুরস্কের ইস্তাম্বুলে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ১৫ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত আটজন।

২ এপ্রিল (মঙ্গলবার) ওই ভবনে আগুন লাগে বলে জানিয়েছে ইস্তাম্বুলের স্থানীয় প্রশাসন। আর বার্তা সংস্থা এএফপি’র বরাত দিয়ে এ খবর জানিয়েছে এনডিটিভি। 
 
গভর্নর দাভুত গুলের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, গায়েরতেপ এলাকায় আগুনে প্রাণ হারানো লোকের সংখ্যা এখন ১৫ জন এবং আটজন আহত হয়েছেন, যাদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক। 
 
আহতদের স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং এ ঘটনায় তদন্ত চলছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। 
 
গভর্নর দাভুত গুল সাংবাদিকদের বলেছেন, ইস্তাম্বুলের কেন্দ্রীয় জেলা বেসিকতাসের অংশ গায়রতেপে একটি ১৬ তলা ভবনের বেসমেন্টে নির্মাণকাজের সময় আগুন লাগে। 

তবে ঘটনাস্থলে যাওয়ার পর ইস্তাম্বুলের নবনির্বাচিত মেয়র একরাম ইমামোগ্লু জানিয়েছেন, ওই ভবনের বেসমেন্টে একটি নাইটক্লাব ছিল।
 
তিনি আরও বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে এসেছে। আশা করি হতাহত আর বাড়বে না।’ মৃত ও আহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন মেয়র। সূত্র: এনডিটিভি, রয়টার্স 

ঠিকানা/ছালিক 

কমেন্ট বক্স