Thikana News
২৭ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ২৭ জুলাই ২০২৫

ঈদের দিন ইসরায়েলি হামলায় ১২২ ফিলিস্তিনি নিহত

ঈদের দিন ইসরায়েলি হামলায় ১২২ ফিলিস্তিনি নিহত ছবি সংগৃহীত
পবিত্র ঈদের দিনও গাজায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় গত ২৪ ঘণ্টায় ১২২ ফিলিস্তিনি নিহত এবং আরও ২৫৬ জন আহত হয়েছেন।

বুধবার (১০ এপ্রিল) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়ছে ইসরায়েলি বাহিনী। এসব ঘটনায় নিহত হয়েছেন ১২২ জন এবং আহত হয়েছেন আরও ৫৬ জন। এতে উপত্যকায় নিহতের সংখ্যা ৩৩ হাজার ৪৮২ জন এবং আহতের সংখ্যা ৭৬ হাজার ৪৯ জনে পৌঁছেছে।

তবে নিহতের সংখ্যা এর চেয়ে বেশিও হতে পারে। কারণ এখনো পর্যন্ত আট হাজার লোক নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে, এর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।

এদিকে গাজায় সাধারণ মানুষের জন্য সাহায্য বাড়ানোর জন্য ইসরায়েলকে চাপ দেওয়ার কথা ভাবছে ফ্রান্স এবং হিউম্যান রাইটস ওয়াচ। তারা জানিয়েছে, গাজায় সাহায্য বাড়াতে নিষেধাজ্ঞার মাধ্যমে ইসরায়েলকে চাপ দেওয়া যেতে পারে। এর মধ্যেই ইসরায়েলের ওপর রপ্তানি নিষেধাজ্ঞা জারি করেছে তুরস্ক।

উল্লেখ্য, ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এ যুদ্ধে ৩৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। আহত হয়েছেন অন্তত ৭৬ হাজারেরও বেশি মানুষ।

অন্যদিকে ইসরায়েল দাবি করেছে, হামাসের হাতে তাদের ১ হাজার ২০০ জন ইসরায়েলি নিহত হয়েছেন। আর আহতের সংখ্যা ৮ হাজার।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স