Thikana News
২৩ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ২৩ জুলাই ২০২৫

চিড়িয়াখানায় হাতির আক্রমণে মাহুতের ছেলের মৃত্যু

চিড়িয়াখানায় হাতির আক্রমণে মাহুতের ছেলের মৃত্যু ছবি সংগৃহীত
ঢাকার মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় হাতির আক্রমণে এক মাহুতের ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জাহিদ (১৭) মাহুত আজাদ আলীর ছেলে।

জাতীয় চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাহুত আজাদ আলী দীর্ঘদিন ধরে চিড়িয়াখানায় চাকরি করছেন। এদিন তিনি তার ছেলেকে নিয়ে হাতির এক্সারসাইজ গ্রাউন্ডে ঢুকে যান। হাতি ছেলেটাকে না চেনায় আক্রমণ করে।

পরিচালক বলেন, বিষয়টি আমরা সাড়ে ১১টায় জানতে পারি। আমাদের না জানিয়ে আহত অবস্থায় ছেলেকে নিয়ে তার বাবা মৌলভীবাজারের কুলাউড়ায় রওনা হন, পথে ছেলেটির মৃত্যু হয়।

এর আগে গত বছরের জুনে চিড়িয়াখানায় হায়েনার কামড়ে একটি শিশুর হাত থেকে কবজি বিচ্ছিন্ন হয়।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স