Thikana News
২৩ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ২৩ জুলাই ২০২৫

শঙ্কা বাড়াচ্ছে ডেঙ্গু, ২৪ ঘন্টায় তিন জনের মৃত্যু

শঙ্কা বাড়াচ্ছে ডেঙ্গু, ২৪ ঘন্টায় তিন জনের মৃত্যু
চোখ রাঙাচ্ছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু। বছরের শুরুর চার মাস ডেঙ্গুর প্রকোপ কিছুটা নিয়ন্ত্রিত থাকলেও আস্তে আস্তে তা বাড়তে শুরু করেছে। এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া তিনজনই ঢাকার বাসিন্দা।

এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯ জন। এর মধ্যে ঢাকা মহানগরের তিন জন ও ঢাকার বাইরের ছয়জন।

৩ মে (শুক্রবার) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, মারা যাওয়া তিনজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা। চলতি বছরে আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়ে ২৭ জনের। এর মধ্যে ঢাকা মহানগরে ১৬ জন ঢাকার বাইরে ১১ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে আক্রান্ত ৯ ডেঙ্গু রোগীর সাতজন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে বরিশাল বিভাগে দুইজন রোগী ভর্তি হয়েছে।

নতুনদের নিয়ে চলতি বছরে এ পর্যন্ত দুই হাজার ২৪৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হলো। এর মধ্যে ঢাকা মহানগরে ৮৬৬ জন ও ঢাকার বাইরে এক হাজার ৩৭৩ জন।

এ বছর জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এক হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। আর ফেব্রুয়ারিতে হাসপাতালে ভর্তি হয় ৩৩৯ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের। মার্চ মাসে আক্রান্ত হয়েছেন ৩১১ জন; যাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। এপ্রিল মাসে আক্রান্ত হয়েছেন ৫০৪ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে দুইজনের। মে মাসের প্রথম তিনদিনে ৩৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে তিনজনের।

এর আগে, গত ১৮ এপ্রিল ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছিল। ১৫ দিন পর ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যুর তথ্য জানাল স্বাস্থ্য অধিদপ্তর। গত বছর ডেঙ্গু ভয়াবহ রূপ নেয় এবং অতীতের সব রেকর্ড ভঙ্গ করে। চলতি বছর ডেঙ্গু আরও মারাত্মক রূপ ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স