Thikana News
০৩ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ০৩ নভেম্বর ২০২৫





 
ডিমলার যুবলীগ নেতা ফেরদৌস পারভেজ

ভোট নরমালে না হলে সিজার করব

ভোট নরমালে না হলে সিজার করব ছবি সংগৃহীত





 
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদের নির্বাচন আগামী ৮ মে। এবারের ভোটে চেয়ারম্যান পদের জন্য লড়ছেন চারজন। তাদের মধ্যে প্রভাবশালী প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে দুজনকে।

তারা দুজন হলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য আফতার উদ্দিন সরকারের চাচাতো ভাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু ও আপন ভাতিজা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস পারভেজ। তারা দুজনই এমপির প্রার্থী বলে মাঠে ভোটারদের কাছে প্রচার করছেন।

গত ২৩ এপ্রিল প্রতীক বরাদ্দের পর থেকে প্রচার-প্রচারণায় মাঠে নেমে পড়েন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। শুরু করেন পথসভা ও মাইকযোগে প্রচারণা। ভোটযুদ্ধে উপনীত হওয়ার আগে এলাকা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। দ্বারে দ্বারে কুড়িয়ে বেড়াচ্ছেন জনসমর্থন। এরই অংশ হিসেবে গত বৃহস্পতিবার (২ মে) এক নির্বাচনী সভায় বক্তব্য দেন এমপির ভাতিজা আনারস প্রতীকের প্রার্থী ফেরদৌস পারভেজ। তিনি বলেন, ‘ভোটে জয়ী হতে হলে নরমালে যদি না হয়, সিজার করে করা হবে। মাথার ওপর এমপির হাত আছে।’

তার এমন বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে উপজেলাজুড়ে শুরু হয় আলোচনা-সমালোচনার ঝড়। 

ভিডিওতে তাকে আরও বলতে শোনা যায়, ‘আগে ছিল দশ হাজার টাকা জামানত, এখন দেড় লাখ টাকা। এটা কি মুখের কথা, ওতে কী আছে আমি দেখব, নরমালে না হলে আমি সিজার করে ভোট করব। এমপি সাহেব মাথার ওপর আছে, আমাদের কি উন্নয়ন করা যাবে না?’

ছড়িয়ে পড়া ভিডিওতে আরও দেখা যায়, তিনি উপজেলার খালিশা চাপানি ইউনিয়নে এক পথসভায় মাইক হাতে নিয়ে দাড়িয়ে সামনে নেতাকর্মীদের উদ্দেশে এসব মন্তব্য করছেন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা ঠিক ঠিক বলে চিৎকার করেন।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক চেয়ারম্যান প্রার্থী জানান, সরকার যেখানে সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণের প্রস্তুতি নিচ্ছে, সেখানে এমপির ভাতিজার এমন বক্তব্য এলাকায় ভীতিকর পরিবেশ তৈরি করেছে। এতে ভোটাররা তার হাত থেকে বাঁচতে তাকেই (ফেরদৌস) ভোট দিতে পারে। 

এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীকের ফেরদৌস পারভেজ জানান, ভিডিওটা সুপার এডিট করে আমার শত্রু পক্ষ ছড়িয়ে দিয়েছে। আমি এসব কথা বলিনি।

এ বিষয়ে জানতে নীলফামারী-১ (ডোমার ও ডিমলা) আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার বলেন, বিষয়টি নির্বাচন কমিশন তদন্ত করে দেখবে। সে এমন বক্তব্য দিয়ে থাকলে তার প্রার্থিতা কমিশন বাতিল করবে।

জেলা নির্বাচন অফিসার ও ডিমলা রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, বক্তৃতার বিষয়টি জানতে পেরেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এ বিষয়ে কোনো প্রার্থী বা ভোটার অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ডিমলা উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন রয়েছেন। চেয়ারম্যান পদে ৪ প্রার্থীর মধ্যে তিনজনই আওয়ামী লীগ দলীয়। একজন রয়েছেন নির্দলীয়। তারা হলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. তবিবুল ইসলাম (কাপ-পিরিচ), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল হক সরকার মিন্টু (ঘোড়া), উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. ফেরদৌস পারভেজ (আনারস) এবং নির্দলীয় প্রার্থী গয়াবাড়ি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান (মোটরসাইকেল)।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স