Thikana News
০৩ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ০৩ নভেম্বর ২০২৫





 

চিকিৎসকের কাছে অপমানিত হয়ে ইউএনও’র কাছে অভিযোগ ‘জুলাই যোদ্ধা’র

চিকিৎসকের কাছে অপমানিত হয়ে ইউএনও’র কাছে অভিযোগ ‘জুলাই যোদ্ধা’র





 
রেজাউল করিম বিপ্লব, ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে গিয়ে চিকিৎসকের হাতে অপমানিত হয়েছেন এক ‘জুলাই যোদ্ধা’। এ ঘটনায় ক্ষুব্ধ ভুক্তভোগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমানের কাছে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জাটিয়া ইউনিয়নের নিজতুলন্দর গ্রামের তালিকাভুক্ত (নং ১১৫৪৮) ‘জুলাই যোদ্ধা’ মতি মিয়া শনিবার (২ নভেম্বর) দুপুরে তার বাকপ্রতিবন্ধী ভাবী মাজেদা আক্তার ও দৃষ্টিপ্রতিবন্ধী নাতি আমির হামজাকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।

তারা প্রতিবন্ধী সনাক্তকরণ ফরমে চিকিৎসকের স্বাক্ষর নিতে গেলে ১৩ নম্বর কক্ষে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাদের প্রতি অসৌজন্যমূলক আচরণ করেন এবং রুম থেকে বের করে দেন। পরে ৬ নম্বর কক্ষে গেলে সেখানকার চিকিৎসকও একইভাবে গালমন্দ করে বের করে দেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

এ ঘটনায় অপমানিত হয়ে কান্নায় ভেঙে পড়েন মতি মিয়া।

কান্নাজড়িত কণ্ঠে তিনি গণমাধ্যমকে বলেন, “আমি দেশের জন্য জুলাই যুদ্ধ করেছি, মানুষের জন্য দাঁড়িয়েছি। আজ হাসপাতালে এসে এমন অপমান সহ্য করতে হবে ভাবিনি। ডাক্তারদের আচরণে আমি ভীষণ কষ্ট পেয়েছি।”

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ময়মনসিংহের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ফয়সাল জানান, ‘বিষয়টি জেনেছি। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ঠিকানা/এসআর

 

কমেন্ট বক্স