ইঁদুরের উৎপাত কিছুতেই পিছু ছাড়ছে না নিউইয়র্কবাসীর। এর থেকে পরিত্রাণ পেতে নানা প্রচেষ্টা অব্যাহত রেখেছে সিটি কর্তৃপক্ষ। এতে সুফল পাওয়া গেছে। তারই অংশ হিসেবে এবার সিটি মেয়র এরিক অ্যাডামস আয়োজন করেছেন আরবান র্যাট সামিট। এতে অংশ নেবেন বিশেজ্ঞরা।
আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য সামিটের আয়োজনে থাকছে সিটি স্বাস্থ্য ও মানসিক পরিচ্ছন্নতা বিভাগ এবং কর্নেল ইউনিভার্সিটির নিউইয়র্ক স্টেট ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট বিভাগ। যেখানে দেশের বিভিন্ন স্থানের গবেষক এবং পৌর কীট নিয়ন্ত্রণ ব্যবস্থাপকরা অংশ নিবেন। আমন্ত্রণ জানানো হয়েছে বস্টন, নিউ অরলিন্স এবং সিয়াটেলের বিশেষজ্ঞদেরও।
গত ১৫ মে সিটি মেয়র এরিক অ্যাডামস এক সংবাদ সম্মেলনে সামিটের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, আমাদের শত্রুকে পরাজিত করার সর্বোত্তম উপায় হলো আমাদের শত্রুকে জানা। তাই সিটির ইঁদুর নিয়ন্ত্রণে কীভাবে পরিচালনা করা যায়, তা আরো ভালোভাবে বোঝার জন্য সারাদেশ থেকে বিশেষজ্ঞ এবং নেতাদের একত্রিত করতে আমরা র্যাট সামিটের আয়োজন করছি।
এদিকে মেয়র অ্যাডামসের নেয়া বিভিন্ন পদক্ষেপের কারণে শহরে ইঁদুরের সংখ্যা ইতিমধ্যে কমতে শুরু করেছে।
এনওয়াইসি ডিপার্টমেন্ট অফ স্যানিটেশন বলেছে, শহরের রাস্তা থেকে আবর্জনা কমিয়ে ফেলার কারণে ইঁদুর প্রসারের স্থানগুলোতে ১৪ শতাংশ ইঁদুর কমেছে, সার্বিকভাবে এই হার কমেছে ৬.৩ শতাংশ।
নিউইয়র্ক সিটির স্যানিটেশন এবং কঠিন বর্জ্য কমিটির সভাপতি কাউন্সিল সদস্য শন আব্রেউ বলেন, ট্র্যাশ কন্টেইনারাইজেশনসহ শহরের সাম্প্রতিক কিছু পদক্ষেপ প্রশংসার দাবিদার। সম্মেলনটি ইঁদুর সংকট মোকাবেলায় আরো মানবিক পদ্ধতি খুঁজে পেতে সহায়তা করবে।
তিনি বলেন, যখন ২টি ইঁদুর ১৫ হাজার বংশধর তৈরি করতে পারে, তখন এক’শ ইঁদুর মেরে কোনো উপকার লাভ সম্ভব নয়। হাজার ইঁদুর মেরেও কোন সুফল মিলবে না।