Thikana News
২২ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

অত্যাধুনিক অস্ত্র দিয়ে প্রথমবারের মতো ইসরায়েলে মুহুর্মুহু হামলা, যা জানা গেল

অত্যাধুনিক অস্ত্র দিয়ে প্রথমবারের মতো ইসরায়েলে মুহুর্মুহু হামলা, যা জানা গেল
ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার জেরে এই প্রথম অত্যাধুনিক এবং বিধ্বংসী অস্ত্র দিয়ে ইহুদিবাদী দেশটির মূলভূখণ্ডে মুহুর্মুহু হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। 

স্থানীয় সময় ৮ জুন (শনিবার) এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, প্রথমবারের মতো তারা ইসরায়েলের উত্তরাঞ্চলে সামরিক ঘাঁটি লক্ষ্য করে ‘ফালাক-২’ রকেট নিক্ষেপ করেছে। খবর বার্তাসংস্থা রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়, এর আগে অনেকবার ইরানের তৈরি ফালাক-১ রকেট ছোড়া হলেও এই প্রথম আরও বিধ্বংসী রকেট দিয়ে হামলা চালিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি।

এই হামলায় ইসরায়েলের কেউ হতাহত হয়েছে কিনা জানা যায়নি। তেলআবিবের স্থানীয় গণমাধ্যমেও হিজবুল্লাহর নতুন ধরনের অস্ত্রের ব্যবহারের খবর প্রকাশ করা হয়েছে। গত বছরের ৭ অক্টোবর থেকে গাজা ভূখণ্ডে ইসরায়েলের সশস্ত্র বাহিনীর নির্বিচারে হামলা ও গণহত্যা অব্যাহত রয়েছে। এর কয়েক সপ্তাহ পর থেকে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে হামাসের মিত্র সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রতিরোধ যুদ্ধ শুরু হয়।

গত সপ্তাহে এই সংঘাত আরও তীব্র হয়েছে। ইসরায়েল ক্রমেই লেবাননের ভূখণ্ডের গভীরে আঘাত হানছে। যার ফলে আরও বিস্তৃত সংঘাত শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখন উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে সর্বাত্মক হামলার হুঁশিয়ারি দিচ্ছে। এই বাগযুদ্ধ বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স