Thikana News
২৭ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ২৭ জুলাই ২০২৫

পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, হাসপাতালে নুর

পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, হাসপাতালে নুর ছবি সংগৃহীত
রাজধানীর পল্টনে অবস্থিত গণঅধিকার পরিষদের কার্যালয়ের কলাপসিবল গেট ভেঙে ভেতরে প্রবেশের সময় পুলিশের বাধার মুখে পড়েছেন দলের সভাপতি নুরুল হক নুর। এ সময় আহত হয়েছেন নুরসহ অনেকেই।

২০ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহত নুরকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির নেতা শাকিলুজ্জামান।

নুরের দাবি, কার্যালয়ে প্রবেশের সময় পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করেছে। এতে তিনিসহ অনেকেই আহত হয়েছেন। এ সময় তার পাঞ্জাবি ও গেঞ্জি ছিঁড়ে যায়। এ ছাড়া দলের নারীনেত্রীর পোশাক ছিঁড়ে ফেলা হয়েছে।

কার্যালয়ে প্রবেশের পর আহত নুরুল হক নুর উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘গণঅধিকার পরিষদকে নিয়ে যে ষড়যন্ত্র করছে, সেটা আপনারা দেখেছেন। এই দল ভাঙনে সরকার যে ষড়যন্ত্র করেছে, আজকে প্রমাণিত। পুলিশের সহযোগিতায় এই জামান সাহেব (গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ও বাসার মালিক কর্নেল অব. মিয়া মশিউজ্জামান) আমাদের কার্যালয়ে তালা লাগিয়েছে, আমাদের নেতা-কর্মীদের মারধর করেছে, আমাদের মেয়েমানুষের কাপড় ছিঁড়েছে। একাত্তরের সেই পাকিস্তানি হানাদার বাহিনীর মতো বস্ত্র হরণ করেছে। আমাদের জামা-কাপড় টেনে ছিঁড়ে ফেলেছে।’

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স