Thikana News
২৪ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর-আগুন

গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর-আগুন ছবি সংগৃহীত
গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর ও আগুন দিয়েছে শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়া বিক্ষুব্ধরা। এ সময় সেনাসদস্য ও সংবাদকর্মীসহ ১৫ জন আহত হয়েছেন।

শনিবার (১০ আগস্ট) বিকেলে সদর উপজেলার গোপীনাথপুর স্ট্যান্ডে শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী জড়ো হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

জানা যায়, জড়ো হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের সেনাবাহিনী রাস্তা থেকে সরে যাওয়ার কথা বললে ক্ষিপ্ত হয়ে ওঠেন তারা। এ সময় সেনাবাহিনীর ওপর ইট-পাটকেল ছুড়তে থাকেন তারা। একপর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন।

গোপালগঞ্জ ক্যাম্পের লেফটেন্যান্ট কর্নেল মাকসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেস, ৩-৪ হাজার জনতা সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় জড়ো হয়ে রাস্তা অবরোধ করলে তাদেরকে রাস্তা থেকে সরে যেতে বলা হয়। এ সময় তারা উত্তেজিত হয়ে ইট-পাটকেল ছুড়তে থাকে এবং একপর্যায়ে সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এতে ৪ সেনাসদস্য আহত হয়েছেন।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স