Thikana News
২৪ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

ফেনীতে বন্যার্তদের উদ্ধারে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

ফেনীতে বন্যার্তদের উদ্ধারে গিয়ে কলেজছাত্রের মৃত্যু ছবি সংগৃহীত
ফেনীতে বন্যাকবলিতদের উদ্ধার করতে গিয়ে প্রাণ হারিয়েছেন সাইফুল ইসলাম সাগর (২৪) নামের এক কলেজছাত্র। বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যায় ফেনী শহরের অদূরে পানির স্রোতে পড়ে তার মৃত্যু হয়। সাগর লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দক্ষিণ শ্যামপুর গ্রামের আনোয়ার হোসেন লাতুর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, চার ভাই ও দুই বোনের মধ্যে ছোট সাগর। তিনি ফেনী কলেজের মাস্টার্সের শিক্ষার্থী। সাগরের বাবা-মা যুক্তরাষ্ট্রে থাকেন।

আশরাফুল ইসলাম নামে এক ছাত্রদল নেতা শুক্রবার রাতে সাগরের ৩০ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে শেয়ার করেন। ভিডিওর ক্যাপশনে তাকে ছাত্রদল নেতা বলে উল্লেখ করেন তিনি।

ভিডিওতে সাগরকে বলতে শোনা যায়, ‘এই মুহূর্তে এখানে (কুমিল্লার বুড়িচং) লাইফ জ্যাকেট বেশি দরকার। কারণ নৌকা সহজে ম্যানেজ করা যাচ্ছে না। আমার কুমিল্লার ভাই-বন্ধু যারা আছেন, তাদের সবার কাছে অনুরোধ থাকবে, সবাই লাইফ জ্যাকেট নিয়ে আসেন। কারণ এখানে প্রচুর বাচ্চা আছে। তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না।’

ভিডিওতে তিনি কুমিল্লার সবাইকে লাইফ জ্যাকেট নিয়ে বুড়িচংয়ে আসার অনুরোধ জানিয়ে বলেন, ‘যে পারেন, লাইফ জ্যাকেট ম্যানেজ করে এদিকে আসেন।’ ফেসবুক লাইভের পর সাগর ফেনীতে যান বলে জানা গেছে।

শুক্রবার সন্ধ্যায় সাগরের চাচাতো ভাই সাইদুল হক সুজন জানান, শহরের দুলাল সিনেমা এলাকায় আমানত হার্ডওয়্যার নামে সাগরদের একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। বর্তমানে তার মা-বাবা যুক্তরাষ্ট্রে থাকেন। সাগর তার বড় ভাইদের সঙ্গে ফেনী শহরে নিজেদের ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করতেন। একই সঙ্গে ফেনী কলেজে পড়াশোনা করতেন তিনি।

সাগরের ফুফাতো ভাই কাউছার হামিদ বলেন, মরদেহ ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা আছে। মামা-মামি যুক্তরাষ্ট্র থেকে ফিরলে দাফনের ব্যাপারে সিদ্ধান্ত হবে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ইউনুস হোসেন জানান, বৃহস্পতিবার স্বেচ্ছাসেবক দলের সঙ্গে ফেনীতে বন্যার পানিতে আটকে পড়া মানুষকে উদ্ধারে গিয়ে পানির স্রোতে পড়ে সাগরের মৃত্যু হয়।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স