Thikana News
২৩ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ২৩ জুলাই ২০২৫

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২৫

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২৫ ছবি সংগৃহীত
পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত এক ব্যক্তিকে উদ্ধার করে নেওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। বাসটি ৩০ জন যাত্রী নিয়ে হাভেলি কাহুতা থেকে রাওয়ালপিন্ডি যাচ্ছিল। পথে কাহুটার সীমানায় অবস্থিত আজাদ পত্তন রোডের কাছে এই দুর্ঘটনা ঘটে।

রোববার (২৫ আগস্ট) পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে পাহাড়ি এলাকায় দুর্গম পথ পাড়ি দেওয়ার সময় বাসটি খাদে পড়ে এই মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটতে পারে।

কাহুটার স্টেশন হাউস অফিসার (এসএইচও) মুহাম্মদ জাকা জানিয়েছেন, আজাদ পত্তন রোডের কাছে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকর্মীরা। তারা মৃতদেহগুলো উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। এখনো নিহত সবার পরিচয় শনাক্ত করতে পারেনি প্রশাসন।

স্থানীয় সরকারি এক কর্মকর্তা জানিয়েছেন, নিহত কয়েকজনের পরিচয় শনাক্ত করা গেছে। এদিকে এমন মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। তিনি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এক বিবৃতিতে প্রেসিডেন্ট বলেন, ‘দুঃখের এই মুহূর্তে নিহতদের পরিবারের প্রতি আমার সহানুভূতি রয়েছে।’ এ ছাড়া দ্রুত ত্রাণ কার্যক্রম পরিচালনা করার ওপর জোর দিয়েছেন জারদারি।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স