Thikana News
২৩ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ২৩ জুলাই ২০২৫

ভারতীয় ৫ বিদ্যুৎ কোম্পানির বাংলাদেশের কাছে পাওনা ১০০ কোটি ডলার  

ভারতীয় ৫ বিদ্যুৎ কোম্পানির বাংলাদেশের কাছে পাওনা ১০০ কোটি ডলার   প্রতীকী ছবি
বাংলাদেশের কাছে ১০০ কোটি মার্কিন ডলার পাওনা জমেছে ভারতের পাঁচটি বিদ্যুৎ সরবরাহকারী কোম্পানির। এদের মধ্যে ৮০০ মিলিয়ন বা ৮০ কোটি মার্কিন ডলার পাবে আদানি পাওয়ার। ২৭ আগস্ট (মঙ্গলবার) এ বিষয়ে জানাশোনা আছে এমন শিল্প কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ইকোনমিক টাইমস।

ভারতীয় সংবাদমাধ্যমটি বলছে, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে এত টাকা বকেয়া সত্ত্বেও বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেনি ভারতীয় বিদ্যুৎ প্রতিষ্ঠানগুলো।

জানা যায়, বকেয়া অর্থের মধ্যে প্রায় ৮০ কোটি ডলার পাওনা ভারতীয় শতকোটিপতি গৌতম আদানির প্রতিষ্ঠান আদানি পাওয়ার। ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডায় স্থাপিত ১ হাজার ৬০০ মেগাওয়াট কয়লা চালিত বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে প্রতিষ্ঠানটি।

এ ছাড়া গত ৩০ জুন পর্যন্ত এসইআইএল এনার্জি ইন্ডিয়ার পাওনা প্রায় ১৫০ মিলিয়ন ডলার। বাংলাদেশের সঙ্গে প্রতিষ্ঠানটির ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের চুক্তি রয়েছে। ভারতের রাষ্ট্রায়ত্ত এনটিপিসি তিনটি বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে প্রায় ৭৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করে। তাদের বকেয়া প্রায় ৮০ মিলিয়ন মার্কিন ডলার।

ইকোনমিক টাইমস বলছে, ভারতের পাওয়ার ট্রেডিং করপোরেশনও (পিটিসি) বাংলাদেশের কাছে টাকা পাওনা। ২৫ আগস্ট পর্যন্ত তাদের পাওনা হয়েছে ৪৬ মিলিয়ন ডলার। এ ছাড়া ভারতের আরেক রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড করপোরেশন অব ইন্ডিয়া লিমিটেড ২০ মিলিয়ন ডলার পাওনা রয়েছে।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স