Thikana News
২৪ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

মুন্সিগঞ্জের কোলা ইউনিয়নবাসীর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

মুন্সিগঞ্জের কোলা ইউনিয়নবাসীর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ছবি সংগৃহীত
টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে সৃষ্ট স্মরণকালের ভয়াবহ বন্যায় দেশের ১১ জেলায় চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেট জেলার প্রায় ৭ লাখ পরিবার পানিবন্দী রয়েছে। ভয়াল বন্যা ইতিমধ্যে কেড়ে নিয়েছে ৫৯টি তাজা প্রাণ। বানভাসি লাখ লাখ মানুষের বাঁচার আকুতি, জীবন-জীবিকা বিপন্ন ও সার্বিকভাবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

তবে আশার কথা হলো এবারের বন্যায় এক নতুন বাংলাদেশ দেখছে বিশ্ব। সারা দেশের সকল জেলার সকল শ্রেণি-পেশার মানুষ বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। সরকারি-বেসরকারি, সামাজিক-সাংস্কৃতিক, রাজনৈতিক-ধর্মীয়সহ সকল সংস্থা ও সংগঠন বন্যার্তদের সাহায্যে এগিয়ে এসেছে। যে যেখান থেকে যেভাবে পারছে ভালোবাসার হাত বাড়িয়ে দিচ্ছে। প্রবাসীরাও উদারহস্তে সহযোগিতা করে চলেছেন।

সারা দেশের মতো বিপন্ন এই মানবতার পাশে দাঁড়িয়েছে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নবাসীও। ‘কোলা ইউনিয়ন ছাত্র যুব ঐক্য ফ্রন্ট’-এর উদ্যোগে দুই ট্রাক ত্রাণসামগ্রী নিয়ে সবচেয়ে বেশি বন্যাকবলিত জেলা ফেনী ও নোয়াখালীতে যান সংগঠনটির একঝাঁক তরুণ। গত ২৭ থেকে ২৯ আগস্ট পর্যন্ত তিন দিনব্যাপী তারা কোমর ও বুকপানি ভেঙে নোয়াখালীর দাগনভূঁইয়া ও ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের প্রত্যন্ত কয়েকটি গ্রামে বন্যাকবলিত পরিবারগুলোর বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করেন। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, মুড়ি, বিস্কুট, খেজুর, বিশুদ্ধ পানি, খাওয়ার স্যালাইন, মোমবাতি, লাইটার এবং শিশুদের জন্য ওষুধ ও দুধ। এ ছাড়া শাড়ি, থ্রিপিস, লুঙ্গি, প্যান্ট, শার্ট, গেঞ্জি ও বাচ্চাদের পোশাক বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শহীদুল ইসলাম রুবেল, নুসরাত প্রিয়া, তানভীর আহমেদ, ইসরাত রিয়া, রায়হান হাওলাদার, জুবায়ের তামিম, শিহাব প্রমুখ।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স