Thikana News
০২ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০২ নভেম্বর ২০২৫





 

স্নিগ্ধ শরৎ

স্নিগ্ধ শরৎ





 
নীল আকাশে মেঘের ভেলা
শুভ্র সাঝে হাসবে মেলা!
শরৎ যখন আসে,
নদীর তীরে ধবল কাশে,
ঝলমলিয়ে মুগ্ধ হাসে!
রূপ মেখে বেশ ভাসে।

শিশিরকণা ঘাসের পরে
হাসলে যেন মুক্তো ঝরে
হিম কুয়াশা রাতে,
শিউলি ফোটে ডালে ডালে
মিষ্টি মধুর গন্ধ ঢালে
যায় ঝরে সে প্রাতে।

শাপলা কমল দিঘির জলে,
রূপ ছড়িয়ে কথা বলে
স্নিগ্ধতা দেয় ডেকে,
একপশলা বৃষ্টি শেষে,
রোদের মেয়ে উঠবে হেসে!
মন ভরে যায় দেখে।
 

কমেন্ট বক্স