এক অলৌকিক ঘোর অমানিশা
চারিদিকে অজানা হৃৎকম্প
কোথাও নেই প্রেমাঞ্চল রোদ্দুর
আত্মার অন্তর্ভেদী আর্তনাদে
কেঁপে ওঠে শূন্য ঘর।
প্রীতির সাঁকো ভেঙে গেছে বহু আগে।
সেতার বাজে না প্রকৃতির আঙুলে
মেঘের আঁখিতে নেই দীপ্তময় ফোয়ারা
অন্তরিক্ষের বুকজুড়ে বৃষ্টিহীন মেঘ।