Thikana News
২২ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

বাইডেনের বক্তব্যের পর বাড়ল তেলের দাম

বাইডেনের বক্তব্যের পর বাড়ল তেলের দাম ছবি সংগৃহীত
ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর থেকে ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ১০ শতাংশ বেড়ে ৭৭ ডলারে দাঁড়িয়েছে। তবে ইরানের তেলশিল্পের ওপর ইসরায়েলের সম্ভাব্য হামলা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বক্তব্যের পর তেলের দাম আরও ৫ শতাংশ বেড়েছে। খবর বিবিসির।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইরানের তেল স্থাপনায় ইসরায়েলের হামলাকে সমর্থন করবেন কি না এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘আমরা এ বিষয়ে আলোচনা করছি।’ বাইডেনের এমন মন্তব্যের পরই বিশ্বজুড়ে জ্বালানি তেলের মূল্য ৫ শতাংশ বেড়েছে।

ইরান বিশ্বের সপ্তম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। ফলে হামলার খবরে জ্বালানি তেলের মূল্য বেড়েই চলছে। দাম বাড়ার ফলে গ্যাস ও বিদ্যুতের বিল বাড়ার সম্ভাবনা রয়েছে, যা মুদ্রাস্ফীতির হারকে বাড়িয়ে তুলবে।

যদিও চলতি বছর চীনের কম চাহিদা এবং সৌদি আরব থেকে সরবরাহ মূল্য কমিয়ে রাখার জন্য তেলের মূল্য কিছুটা নিচের দিকে। কিন্তু মধ্যপ্রাচ্যে সহিংসতা বৃদ্ধি এখন তেলের বাজারকে অস্থিতিশীল করে দিচ্ছে।

এর আগে মঙ্গলবার ইসরায়েল-লেবানন সংঘাতে ইরানও জড়িয়ে পড়ে। সেদিন রাতে তারা ইসরায়েলকে লক্ষ্য করে ১৮০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর মধ্য দিয়ে এই সংঘাত ইসরায়েল ও লেবাননের বাইরে অন্যান্য দেশেও ছড়িয়ে পড়েছে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স