Thikana News
২৪ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
সন্ত্রাসবিরোধী আইনে মামলা

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে বুয়েটের ২৪ শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৩৪

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে বুয়েটের ২৪ শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৩৪ গ্রেপ্তার বুয়েট শিক্ষার্থীদের তোলা হয়েছে সুনামগঞ্জের আদালতে। ছবি সংগৃহীত
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর এলাকা থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২৪ শিক্ষার্থীকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ। তাদের সঙ্গে আটক করা হয়েছে আরও ১০ জনকে। পুলিশ সুপার (এসপি) জানান, তারা শিবিরকর্মী, নাশকতার পরিকল্পনা করছিল।

৩০ জুলাই রোববার সন্ধ্যায় টাঙ্গুয়ার হাওরের পাটলাই নদীর পাড়ের দুধের আওটা এলাকা থেকে তাদের আটক করা হয়। সোমবার (৩১ জুলাই) তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। এসআই রাশেদুল ইসলাম বাদী হয়ে এই মামলা করেছেন। মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়।

পুলিশ সুপার মো. এহসান শাহ্ জানান, রোববার বিকেলে পুলিশ খবর পায় টাঙ্গুয়ার হাওরে পর্যটক হিসেবে আসা ৩৪ জনের একটি দল সরকারবিরোধী নাশকতার পরিকল্পনা করছে। পরে সন্ধ্যায় হাওরের পাটলাই নদীর পাড়ের দুধের আওটা এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।

আটকদের মধ্যে বেশির ভাগ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের মধ্যে প্রাক্তন ছাত্রও রয়েছেন।

গ্রেপ্তাররা হলেন ম্যাটেরিয়ালস অ্যান্ড ম্যাটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের আফিফ আনোয়ার, মেকানিক্যাল বিভাগের চতুর্থ বর্ষের বখতিয়ার নাফিস, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের মো. সাইখ সাদিক, নাভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ইসমাইল ইবনে আজাদ, একই বিভাগের প্রথম বর্ষের সাব্বির আহম্মেদ, একই বিভাগের দ্বিতীয় বর্ষের তাজিমুর রাফি, বস্তু ও ধাতব কৌশল বিভাগের তৃতীয় বর্ষের মো. সাদ আদনান অপি, একই বিভাগের প্রথম বর্ষের মো. শামীম আল রাজি, যন্ত্র কৌশল বিভাগের তৃতীয় বর্ষের মো. আব্দুলাহ আল মুকিত, শিল্প ও উৎপাদন কৌশলী বিভাগের প্রথম বর্ষের মো. জায়িম সরকার, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের হাইছাম বিন মাহবুব, যন্ত্র কৌশল বিভাগের তৃতীয় বর্ষের মাহমুদুর হাসান, আইপিই বিভাগের দ্বিতীয় বর্ষের খালিদ আম্মার, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের মো. ফাহাদুল ইসলাম, একই বিভাগের দ্বিতীয় বর্ষের তানভির আরাফাত ফাহিম, ইন্ডাস্টিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের এটিএম আবরার মুহতাদী, একই বিভাগের দ্বিতীয় বর্ষের মো. ফয়সাল হাবিব, বস্তু ও ধাতব কৌশল বিভাগের চতুর্থ বর্ষের আনোয়ারুল্লাহ সিদ্দিকী, মেকানিক্যাল বিভাগের (মাস্টার্স) আলী আম্মার মৌয়াজ, পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেল রির্সোসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের (মাস্টার্স) মো. রাশেদ রায়হান, নেভাল আর্কিটেকচার বিভাগের তৃতীয় বর্ষের সাকিব শাহরিয়ার, মেকানিক্যাল বিভাগের প্রথম বর্ষের ফায়েজ উস সোয়াইব, কম্পিউটার সায়েন্স বিভাগের চতুর্থ বর্ষের আব্দুর রাফি, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের চতুর্থ বর্ষের মাঈন উদ্দিন।

এ ছাড়া এজাহারে একজন অপ্রাপ্তবয়স্কসহ ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। বুয়েটের সঙ্গে তাদের সম্পৃক্ততার বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। তারা হলেন বাগেরহাটের তানিমুল ইসলাম, ঢাকার যাত্রাবাড়ীর মো. আব্দুল্লাহ মিয়া, চাঁপাইনবাবগঞ্জের আব্দুল বারি, খুলনার বাকি বিল্লাহ, কুমিল্লার মাহাদি হাসান, সিরাজগঞ্জের টিএম তানভির হোসেন, চট্টগ্রামের আশ্রাফ আলী, কুষ্টিয়ার মো. মাহমুদ হাসান, ঢাকার যাত্রাবাড়ীর এহসানুল হক ও বুয়েট কোয়ার্টারের ১৭ বছরের এক তরুণ।

এ বিষয়ে বুয়েটের সহ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার বলেন, ‘বুয়েটের ২৪ জনকে আটকের বিষয়টি শুনেছি। কিন্তু সংশ্লিষ্ট থানা থেকে আমাদের অফিশিয়ালি কিছু জানায়নি। তাই কী কারণে তাদের আটক করা হয়েছে, তা বিস্তারিত বলতে পারছি না।’

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স