Thikana News
২৫ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে  যোগ দিলেন বহু প্রবাসী

উচ্ছ্বসিত যুক্তরাষ্ট্র আ. লীগ নেতারা
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে  যোগ দিলেন বহু প্রবাসী সংগৃহীত
দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ২০ জানুয়ারি সোমবার শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাজ্যের বিভিন্ন রাজ্য থেকে মূলধারার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি এই শপথ অনুষ্ঠানে যোগ দিয়ে ইতিহাসের সাক্ষী হয়েছেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের প্রায় এক ডজন নেতা বিপুল-উৎসাহ  ও উদ্দীপনায় ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যোগ দেন। তাদের অনেকেই সামাজিক মাধ্যমে এ সংক্রান্ত বিভিন্ন ধরনের পোস্ট দিয়েছেন। তারা মনে করছেন, ট্রাম্প বাংলাদেশে চলমান পরিস্থিতিতে হস্তক্ষেপ করবেন। অনেকে মনে করেন, এর মাধ্যমে আওয়ামী লীগ আবার রাজনীতিতে প্রত্যাবর্তনের সুযোগ পাবেন। 
শপথ অনুষ্ঠানে যোগদান শেষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র নেতা মোহাম্মদ আলী সিদ্দিকী বলেন, তারা মনে করেন যুক্তরাষ্ট্রের বিদায়ী বাইডেন প্রশাসন বাংলাদেশের ক্ষেত্রে যাদের সমর্থন যুগিয়েছে, ট্রাম্প প্রশাসন সেটি করবে না বলেই তারা মনে করেন।
তিনি বলেন, বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনে বাইডেন প্রশাসনের হাত রয়েছে। এ কারণে ট্রাম্প দায়িত্ব গ্রহণের আগেই ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাটকে পদত্যাগ করতে বলেছেন। এমনকী নির্বাচনের সময় বাংলাদেশ প্রসঙ্গে ট্রাম্প টুইট করেছেন। ওই টুইট তখন আলোচনার ঝড় তুলেছিলো।
মোহাম্মদ আলী সিদ্দিকী বলেন, ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ বাংলাদেশের বর্তমান সরকারের সমর্থকদের জন্য যেমন অস্বস্তির কারণ, তেমনি এটি আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের উজ্জীবিত করছে। ক্ষমতা দখলকারী ড. ইউনুস বাইডেন প্রশাসনের যেমন সমর্থন পেয়েছেন, ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে হয়তো তা পাবেন না। 
অনুষ্ঠানে যোগদানের সুফল জানতে চাইলে মোহাম্মদ আলী সিদ্দিকী জানান, আমি একজন রেজিস্ট্রার্ড ডেমোক্রেট হয়েও নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে আমি রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পকে ভোট দিয়েছি। আমরা যে শপথ অনুষ্ঠানে গিয়েছি অথবা বাংলাদেশি আমেরিকানরা এখন ট্রাম্পের সমর্থক, সেই বার্তা তাঁর কাছে পৌঁছে গেছে। 
তিনি বলেন, আওয়ামী লীগ সভাপতি বর্তমানে ভারতে অবস্থান করছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ট বন্ধু ডোনাল্ড ট্রাম্প। এই সম্পর্ক আওয়ামী লীগের জন্য সহায়ক হবে বলে মনে করেন মোহাম্মদ আলী সিদ্দিকী। 
যুক্তরাষ্ট্র বিএনপির নেতা ও যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা মো. আব্দুল বাতিন যোগ দেন ট্রাস্পের শপথ অনুষ্ঠানে। তিনি বলেন, একটি ঐতিহাসিক ঘটনার সাক্ষী হলাম। বাংলাদেশি আমেরিকান হিসাবে তিনি গর্বিত বলে জানান। 
 

কমেন্ট বক্স