Thikana News
২২ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

বাংলাদেশসহ ৩ দেশে সুইজারল্যান্ডের উন্নয়ন সহায়তা বন্ধ

বাংলাদেশসহ ৩ দেশে সুইজারল্যান্ডের উন্নয়ন সহায়তা বন্ধ ছবি সংগৃহীত
বাংলাদেশসহ তিন দেশে উন্নয়ন সহায়তা কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে সুইস সরকার। অন্য দুটি দেশ হলো আলবেনিয়া ও জাম্বিয়া।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সুইজারল্যান্ডের সংবাদমাধ্যম সুইসইনফো ডট সিএইচের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সুইজারল্যান্ডের সরকারের অনুরোধে দেশটির পার্লামেন্ট ডিসেম্বরে বিদেশি সহায়তা তহবিলে অর্থ বরাদ্দ কমিয়ে দেয়। বুধবার সুইজারল্যান্ডের কার্যনির্বাহী সংস্থা ফেডারেল কাউন্সিল আন্তর্জাতিক সহায়তায় কাটছাঁটের বিষয়ে সিদ্ধান্ত দেয়। এর পরই ওই তিন দেশে সহায়তা বন্ধের এ সিদ্ধান্তের কথা জানায় সুইস সরকার।

সুইসইনফো ডট সিএইচের প্রতিবেদনে আরও বলা হয়, সুইজারল্যান্ডের পার্লামেন্ট আন্তর্জাতিক সহায়তা তহবিলে ২০২৫ সালে প্রায় ১২১ মিলিয়ন মার্কিন ডলার কমিয়েছে। এ ছাড়া আগামী ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে ৩৫৩ মিলিয়ন মার্কিন ডলার কমানোর ঘোষণার কথা জানিয়েছে দেশটি।

এই পদক্ষেপ দ্বিপাক্ষিক, অর্থনৈতিক এবং বিষয়গত সহায়তার পাশাপাশি বহুপাক্ষিক সংস্থার ওপর প্রভাব ফেলবে বলেও এক বিবৃতিতে জানানো হয়।

সুইজারল্যান্ডের কার্যনির্বাহী সংস্থা ফেডারেল কাউন্সিলের এ সিদ্ধান্তের ফলেই সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি) ২০২৮ সালের শেষ নাগাদ আলবেনিয়া, বাংলাদেশ ও জাম্বিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক উন্নয়ন কর্মসূচি শেষ করতে যাচ্ছে। তবে মানবিক সাহায্য, শান্তি প্রতিষ্ঠা এবং ইউক্রেনের জন্য সাহায্য অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স