চট্টগ্রাম জেলার অন্যতম বড় উপজেলা হচ্ছে মিরসরাই উপজেলা। মিরসরাই উপজেলার অসংখ্য মানুষ বসবাস করেন আমেরিকায়। আর তাদের সবাইকে এক প্ল্যাটফমে ধরে রাখছে এই মিরসরাই অ্যাসোসিয়েশন ইউএস এনএ। দীঘদিন ধরে এই সংগঠন আমেরিকায় মিরসরাইবাসীর প্রিয় সংগঠন হয়ে উঠছে। অনেক চড়াই উৎরাই পার হয়ে এখন আমেরিকার অন্যতম বড় সংগঠন এটি।
আমেরিকায় মিরসরাইবাসীর অন্যতম বড় এ সংগঠনের এবারের বনভোজনের আয়োজন ছিল নানা চমকে ভরপুর। উপজেলা মিরসরাই এর আমেরিকা প্রবাসীরা এদিন বাধভাঙা উচ্ছাসে মেতেছেন। যাতে অংশনেন শত শত মিরসরাইবাসী। আমেরিকার বিভিন্ন রাজ্য থেকে প্রবাসী মিরসরাইবাসী এ আনন্দে যোগ দেন।

বনভোজন উদ্বোধনের পরই শুরু হয় মূল আয়োজন। সকালের নাস্তা খাবার পরপরই গানের আনন্দে মেতে ওঠেন সবাই। এরপর শুরু হয় মধ্যাহ্নভোজ। যাতে বাঙালি খাবার আয়োজনে আনে ভিন্ন মাত্রা। পরে শুরু হয় বাংলাদেশের হারিয়ে যাওয়া নানা খেলাধুলার পর্ব। প্রথমে শিশুদের বিস্কুট দৌড় ও ১০০ মিটার দৌড় অনুষ্ঠিত হয়। ততক্ষণে শিশুদের কোলাহলে পুরো পার্ক উচ্ছ্বাসে ভরে ওঠে। এরপরই শুরু হয় মহিলাদের মজার মজার খেলা। মার্বেল দৌড় থেকে বালিশ খেলা। ছেলেদেরও ছিলো মজার সব আয়োজন। ছেলেদের অন্ধের হাড়িভাঙা খেলা সবাই প্রাণ খুলে উপভোগ করেন।
বনভোজনে ছিল লটারিতে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ। যারা বিজয়ী হয়েছেন তারা যেমন খুশি তেমনি অংশ নিতে পেরেও অনেকেই হারিয়ে গেছেন শৈশবে। দিন শেষে খেলাধুলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংগঠনের কার্যকরি কমিটির সদস্যরা। সেই সাথে আয়োজকরা জানান, প্রবাসে বাঙালী সংস্কৃতি ধরে রাখাতে তারা চেষ্টা করে যাচ্ছেন। সবসময় মিরসরাইবাসীর পাশে থাকার প্রতিশ্রুতিও দেন। সেই সাথে পিকনিক কমিটির আহ্বায়ক জয়নাল আবদিন জাহাঙ্গীর বক্তব্য দেন। তিনি আগামীতে সমিতি আরও বড় পরিসরে বনভোজনকরবে বলে প্রতিশ্রুতি দেন।
বিভিন্ন পর্বে খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আবু তাহের মিয়া, তাহমিনা আক্তার কলি, সাজেদা বেগম সাজু, সুলতানা আক্তার লাকী, রোজিনা আক্তার মিনু, নুরছাবা পূর্নি, সাখাওয়াত হোসেন সেলিম, ফখরুদ্দিন ভূইয়া, জি এম মোর্শেদ, হানিফ চৌধুরী, প্রণব বৈদ্য, বিল্পব দে, কাওছার চৌধুরী, নাসরিন খন্দকার, মাইনউদ্দিন খন্দকারসহ অনেকে।
পুরো বনভোজন পরিচালনা করেন শান্তু বিশ্বাস। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের পর সভাপতি মেজবাহ উদ্দিন ও সাধারণ সম্পাদক আরিফুল আলম ভূইয়া আগামীতে আরো বড় পরিসরে বনভোজনসহ নানা অনুষ্ঠানের প্রতিশ্রুতি দেন।